TRENDING:

তৈরি হবে নতুন সমুদ্র, ভেঙে দু'টুকরো হবে আস্ত মহাদেশ, পৃথিবীর বড় বিপদ!

Last Updated:
Earth- বিজ্ঞানীরা বলছেন, ২০০৫ সালে ইথিওপিয়ার মরুভূমিতে ফাটল দেখা দেয়। ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি নামে পরিচিত ওই অঞ্চল। বলা হচ্ছে, সমুদ্রের নিচে থাকা টেকটনিক প্লেটেও ফাটল ধরেছে।
advertisement
1/6
তৈরি হবে নতুন সমুদ্র, ভেঙে দু'টুকরো হবে আস্ত মহাদেশ, পৃথিবীর বড় বিপদ!
পৃথিবীর জন্মের পর থেকেই বিবর্তনের শুরু। এবারও কি তা হলে সেটাই হবে! একদন বিজ্ঞানী যা দাবি করলেন তাতে শিউরে উঠবেন আপনিও।
advertisement
2/6
আফ্রিকার পূর্বদিকের এক মরুভূমিতে দীর্ঘ ৩৫ মাইল এলাকা জুড়ে ফাটল ধরেছে বলে দাবি করলেন একদল বিজ্ঞানী। এতে বড় বিপদের শঙ্কা দেখা দিয়েছে।
advertisement
3/6
দাবি করা হচ্ছে, ফাটল বরাবর নাকি দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে আফ্রিকা মহাদেশ। আফ্রিকার পূর্বদিকে লোহিত সাগরের কাছেই ওই মরুভূমি অবস্থিত।
advertisement
4/6
বিজ্ঞানীরা বলছেন, ২০০৫ সালে ইথিওপিয়ার মরুভূমিতে ফাটল দেখা দেয়। ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি নামে পরিচিত ওই অঞ্চল। বলা হচ্ছে, সমুদ্রের নিচে থাকা টেকটনিক প্লেটেও ফাটল ধরেছে।
advertisement
5/6
এই ফাটলের জেরেই তুন সমুদ্র, নতুন একটি মহাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তিনটি বড় টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়লে জোরালো ভূমিকম্পের সম্ভাবনাও থাকছে।
advertisement
6/6
গবেষকরা বলছেন, তিনটি প্লেটের মধ্যে দূরত্ব ভবিষ্যতে বাড়তে পারে। এতে আফ্রিকা ভেঙে তৈরি হতে পারে নতুন মহাদেশ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
তৈরি হবে নতুন সমুদ্র, ভেঙে দু'টুকরো হবে আস্ত মহাদেশ, পৃথিবীর বড় বিপদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল