মিথ্যা বললেই শরীরের কোন 'অঙ্গ' গরম হয়ে ওঠে? জানলে সহজেই চিনে ফেলবেন 'মিথ্যাবাদী'দের!
- Published by:Tias Banerjee
Last Updated:
Lie Detection: কেউ মিথ্যে বললেই তার শরীর দিতে থাকে অসংখ্য ‘সিগন্যাল’! বিজ্ঞান বলছে, আমাদের শরীর এমনভাবে গঠিত যে, সত্য লুকানোর চেষ্টা করলেই নানা শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়। এমনই এক গুরুত্বপূর্ণ লক্ষণ হল শরীরের বিশেষ কিছু অংশের তাপমাত্রা বেড়ে যাওয়া।
advertisement
1/7

জীবনের কোনও না কোনও পর্যায়ে অনেক সময় মানুষকে এক চিমটে মিথ্যে বলতেই হয়। কেউ কেউ আবার এমনভাবে মিথ্যে বলেন, যেন সেটাই সত্যি। তবে জানেন কি, মিথ্যে বলার সময় আমাদের শরীর নিজের অজান্তেই কিছু সংকেত দিতে শুরু করে? (Representative Image: AI)
advertisement
2/7
মিথ্যা বললে শরীরের একটি বিশেষ অঙ্গ গরম হয়ে ওঠে, আর কিছু লক্ষণ খেয়াল করলেই আপনি সহজেই বুঝে নিতে পারবেন কে বলছে মিথ্যে। (Representative Image: AI)
advertisement
3/7
কেউ মিথ্যে বললেই তার শরীর দিতে থাকে অসংখ্য ‘সিগন্যাল’! বিজ্ঞান বলছে, আমাদের শরীর এমনভাবে গঠিত যে, সত্য লুকানোর চেষ্টা করলেই নানা অজান্ত শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়। এমনই এক গুরুত্বপূর্ণ লক্ষণ হল শরীরের বিশেষ কিছু অংশের তাপমাত্রা বেড়ে যাওয়া। (Representative Image: AI)
advertisement
4/7
অনেকের আবার কথা বলার ধরন বদলে যায়। এই সময় খুব জোরে কথা বলতে থাকেন অনেকেই। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলার প্রবণতা কমে আসে। (Representative Image: AI)
advertisement
5/7
মিথ্যা বললে চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার প্রবণতা কমে যায়। মুখ ঘুরিয়ে দূরে তাকিয়ে কথা বলে মানুষ। (Representative Image: AI)
advertisement
6/7
মনোবিদ ও বডি-ল্যাংগুয়েজ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে মিথ্যে বলা মানুষের শরীর নিজের অজান্তেই সত্যের ইশারা দিতে শুরু করে। যারা ধোঁকাবাজি বা প্রতারণা করে, তাদের মুখে সাচ্ছন্দ্যের হাসি থাকলেও শরীরের প্রতিক্রিয়া বলে দেয় আসল গল্প। (Representative Image: AI)
advertisement
7/7
গবেষণায় দেখা গিয়েছে, মানুষ যখন মিথ্যে বলে, তখন তার শরীরের প্রতিক্রিয়া বদলে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মিথ্যে বলার সময় ব্যক্তির নাক গরম হয়ে যায়। এ কারণে এই লক্ষণকে "পিনোকিও ইফেক্ট" বলেও উল্লেখ করা হয়। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মিথ্যা বললেই শরীরের কোন 'অঙ্গ' গরম হয়ে ওঠে? জানলে সহজেই চিনে ফেলবেন 'মিথ্যাবাদী'দের!