ভারতের সব থেকে নোংরা রেল স্টেশন 'এটি', টিকিট কাটার আগে ১০ বার ভাবেন যাত্রীরা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dirtiest rail Station- দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন ৫টি রেলস্টেশন নিয়ে কথা বলব আজ। ভারতীয় রেলওয়ের রেল স্বচ্ছ পোর্টালের তথ্যের ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে স্টেশনগুলির নাম।
advertisement
1/7

ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলির মধ্যে একটি। তবে সম্প্রতি রেল দুর্ঘটনার কারণে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার ট্রেন ও প্ল্যাটফর্মের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্নের মুখে পড়ে ভারতীয় রেল।
advertisement
2/7
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম ভারতে। এছাড়াও দেশের প্রধান রেলওয়ে স্টেশনগুলির মধ্যে নয়াদিল্লি স্টেশন এবং মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কথা দেশের বাইরেও অনেকেই জানেন। দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন ৫টি রেলস্টেশন নিয়ে কথা বলব আজ। ভারতীয় রেলওয়ের রেল স্বচ্ছ পোর্টালের তথ্যের ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে স্টেশনগুলির নাম।
advertisement
3/7
দেশের ৫টি নোংরা রেল স্টেশনের কথা উঠলে তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশনের নাম প্রথমে আসে। রেল স্বচ্ছ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, এই স্টেশনটিকে দেশের সবচেয়ে নোংরা বলে ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর গুইন্ডি রেলওয়ে স্টেশন নোংরার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে।
advertisement
4/7
ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে দিল্লির অনেক জায়গায় সমস্যা বাড়ছে। সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লির সদর বাজার রেলওয়ে স্টেশন। রেল স্বচ্ছ পোর্টাল অনুসারে, স্টেশনে এই সমস্যা অনেকদিনের। তামিলনাড়ুর ভেলাচেরি স্টেশন নোংরামির দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে।
advertisement
5/7
রেল স্বচ্ছ পোর্টালের প্রতিবেদন অনুসারে, তামিলনাড়ুর গুডুভানচেরি স্টেশনটি নোংরার দিক থেকে পঞ্চম স্থানে।
advertisement
6/7
দিল্লির মতো তামিলনাড়র আরেকটি স্টেশন অপরিচ্ছনতার জন্য পরিচিত। তামিলনাড়ুর সিঙ্গাপেরুমালকোয়েল স্টেশনটি ষষ্ঠ স্থানে রয়েছে।
advertisement
7/7
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের সব থেকে নোংরা রেল স্টেশন 'এটি', টিকিট কাটার আগে ১০ বার ভাবেন যাত্রীরা!