TRENDING:

Haunted places India : ভৌতিক কারণে অন্ধকার নামার পর যে কটি জায়গায় যাওয়া নিষেধ রয়েছে ভারতে !

Last Updated:
These haunted places in India will chill your spine and dare not to go alone. ছেলেভোলানো ভূতের গল্প নয়! ভারতের যে জায়গায় আজও ঘুরে বেড়ায় অশরীরী ছায়া
advertisement
1/9
ভৌতিক কারণে অন্ধকার নামার পর যে কটি জায়গায় যাওয়া নিষেধ রয়েছে ভারতে
ভানগড় কেল্লা, রাজস্থান: ভারতের প্রত্নতত্ত্ব বিভাগও রাতে এখানে যাওয়ার অনুমতি দেয় না। কেউ এখানে রাতে গেলে, আর নাকি ফিরে আসেন না। কথিত আছে, এক সাধু এই কেল্লার রাজকন্যার প্রেমে পড়েন। তাঁকে প্রাণদণ্ড দেওয়া হয়। তাঁর আত্মা আজও ঘুরে বেড়ায় এখানে
advertisement
2/9
ডি’সুজা চল, মুম্বই, মহারাষ্ট্র: এক মহিলা এই এলাকার পাতকুয়োয় পড়ে মারা গিয়েছিলেন। এখনও রাতে তাঁর আত্মা এখানে আসে বলে অনেকের বিশ্বাস
advertisement
3/9
লম্বি দেহার খনি, উত্তরাখণ্ড: এক সময়ে এই খনিতে কাজ করতেন প্রচুর শ্রমিক। দুর্ঘটনায় তাঁদের অনেকে মারা যান। স্থানীয় বিশ্বাস, আজও তাঁদের কণ্ঠস্বর শোনা যায় এখানে
advertisement
4/9
অগ্রসেন কি বাওলি, দিল্লি: পর্যটকদের অনেকে বলেন, এখানে গেলেই নাকি অস্বস্তিকর একটা অনুভূতি হয়। কে যেন অনুসরণ করে সব সময়
advertisement
5/9
দুমা সৈকত, গুজরাত: এক সময়ে শ্মশান হিসেবে ব্যবহৃত হতো এই সমুদ্র সৈকত। এখন হয় না। কিন্তু সেই মৃতদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করেন অনেকে
advertisement
6/9
ডাউহিল, কার্শিয়াং, পশ্চিমবঙ্গ: এখানকার দু’টি স্কুল এবং তার চারপাশের এলাকায় প্রচুর অভিশপ্ত আত্মার বাস বলে অনেকে বিশ্বাস করেন। রাত হলেই তারা নাকি বেরিয়ে আসে
advertisement
7/9
জাতিঙ্গা, অসম: দলে দলে পাখি আকাশ থেকে মৃত অবস্থায় ঝরে পড়ে এখানে। কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় বিশ্বাস, এর পিছনে রয়েছে ভুতুড়ে কোনও প্রভাব
advertisement
8/9
বম্বে হাই কোর্ট, মুম্বই, মহারাষ্ট্র: প্রচুর মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে এই আদালতে। স্থানীয় অনেকের বিশ্বাস, দণ্ডপ্রাপ্ত অনেকের আত্মা আজও রয়ে গিয়েছে আদালত চত্বরে
advertisement
9/9
কুলধারা গ্রাম, রাজস্থান: কথিত আছে, ১৮২৫ সালে এই গ্রামের সব মানুষ কোনও এক কারণে গ্রাম ছেড়ে চলে যান। তার পর থেকেই গ্রামটি অভিশপ্ত বলে প্রচার
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Haunted places India : ভৌতিক কারণে অন্ধকার নামার পর যে কটি জায়গায় যাওয়া নিষেধ রয়েছে ভারতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল