TRENDING:

হাতে কিন্তু আর সময় নেই! বোন বা দিদিকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল চার মোক্ষম 'গিফট অপশন'

Last Updated:
তবে কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। হাতে খুব বেশি সময় নেই। বোনের জন্য কী কী রাখতে পারেন উপহারের তালিকায়, রইল তার হদিশ।
advertisement
1/5
হাতে কিন্তু আর সময় নেই! বোন বা দিদিকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল চার মোক্ষম 'গিফট
বাঙালির অন্যতম একটি উৎসব হল রাখিবন্ধন। সারা বছর ভাইবোনের সঙ্গে খুনসুটি এক সুতোয় বেঁধে নেওয়ার দিন হল রাখিপূর্ণিমা। অন্য সময়ে ঝগড়া করলেও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন প্রায় সকলেই। বাঙালির উৎসব মানেই ভূরিভোজের একটা বিশাল পর্ব থাকে। সঙ্গে উপহার বিনিময়ও। তবে কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। হাতে খুব বেশি সময় নেই। বোনের জন্য কী কী রাখতে পারেন উপহারের তালিকায়, রইল তার হদিশ।
advertisement
2/5
শপিং ভাউচার- কেনাকাটা করতে মোটামুটি সব মেয়েই ভালবাসেন। আর আপনার বোনের যদি সেই শখ থাকে তবে সহজেই আপনি উপহার হিসাবে দিতে পারেন শপিং ভাউচার। এতে তিনি তাঁর পছন্দমতো কেনাকাটা করতে পারবেন। পোশাক হোক কিংবা প্রসাধনী প্রয়োজন অনুযায়ী জিনিস কিনতে পারবেন তিনি।
advertisement
3/5
সালোঁ ভাউচার- সাজগোজ করতেও বেশ পছন্দ করেন অনেকেই। কিন্তু, অনেক সময়েই সংসারের চাপে হোক বা অফিসের কাজে নিজের প্রতি যত্ন নেওয়া হয় না। এই রাখিতে তাই আপনার উপহারের তালিকায় থাকতেই পারে এই ভাউচার।
advertisement
4/5
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট: "অ্যালেক্সা"— এক ডাকে সাড়া দেওয়া এই ‘হোম অ্যাসিস্ট্যান্ট’-এর পরিচিতি গোটা বিশ্বে ছড়িয়ে আছে। বিভিন্ন কাজ অত্যন্ত সহজে করে দেওয়ায় ‘অ্যালেক্সা’ বন্ধু হয়ে উঠতে পারে যে কোনও মানুষের। বহু মুশকিল সহজেই আসান করে দেয় এই বৈদ্যুতিন যন্ত্র। রাখিতে বোনকে ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ উপহার দিয়ে চমকে দিতেই পারেন।
advertisement
5/5
সাবস্ক্রিপশন- যদি আপনার বোন সিনেমা বা ওয়েব সিরিজের পোকা হয় তা হলে বেছে নিতে পারেন এই উপহার। নিজের পছন্দ মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বেছে নিতে পারবে সে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হাতে কিন্তু আর সময় নেই! বোন বা দিদিকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল চার মোক্ষম 'গিফট অপশন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল