সাপের নতুন ‘শত্রু’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, এবার ঘরের কাছেও ঘেঁষবে না সাপ! করতে হবে শুধু এই ছোট্ট কাজ!
- Published by:Tias Banerjee
Last Updated:
এই প্রাকৃতিক পদ্ধতির সাহায্যে কী ভাবে সাপের ভয় থেকে বাঁচা যায় এবং কী ভাবে এটি আমাদের ঘরকে নিরাপদ রাখতে পারে, তা নিয়েই বিস্তারিত প্রতিবেদন।
advertisement
1/14

বর্ষাকাল এলেই বাড়ে সাপের উপদ্রব, ঘরে ঢুকে পড়ে মৃত্যুর ছায়া! বর্ষা মানেই শুধু চিরচেনা সবুজের ছোঁয়া নয়, এই সময়েই নীরব এক আতঙ্ক ঢুকে পড়ে অনেক ঘরে। আর তা হল সাপের উপদ্রব। (Representative Image: AI Generated)
advertisement
2/14
মাঠঘাট, নদী, পুকুর উপচে যখন চারপাশে জল জমে থাকে, তখন সাপেরা তাদের স্বাভাবিক আশ্রয় হারিয়ে আশ্রয় খোঁজে শুকনো ও নিরাপদ জায়গায় — আর এইখানেই ঘরের ভেতর ঢুকে পড়ে মৃত্যুর ছায়া। (Representative Image: AI Generated)
advertisement
3/14
প্রতি বছর বর্ষার সময় সাপের কামড়ে বহু মানুষ আহত হন, অনেক ক্ষেত্রে প্রাণও হারান। বিশেষ করে যেসব এলাকা বনভূমি ঘেরা বা গ্রামের প্রান্তিক অঞ্চল, সেখানকার মানুষদের কাছে এটি একটি চিরন্তন আতঙ্ক। (Representative Image: AI Generated)
advertisement
4/14
কিন্তু আশার কথা হল, এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতির কাছেই রয়েছে একটি সহজ অথচ কার্যকর সমাধান — এক বিশেষ ধরণের বীজ, যার গন্ধই সাপকে দূরে রাখে। এই প্রাকৃতিক পদ্ধতির সাহায্যে কীভাবে সাপের ভয় থেকে বাঁচা যায় এবং কীভাবে এটি আমাদের ঘরকে নিরাপদ রাখতে পারে, তা নিয়েই নিচে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। (Representative Image: AI Generated)
advertisement
5/14
রাঁচির জঙ্গল থেকে এক বিশেষ ধরণের বীজ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা সাপ তাড়াতে অত্যন্ত কার্যকর। শুধু সাপই নয়, পোকামাকড়ও এই গন্ধ সহ্য করতে পারে না। এখনই জেনে নিন এই জাদুকরী বীজের ব্যবহার পদ্ধতি। (Representative Image: AI Generated)
advertisement
6/14
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্রশান্ত জানাচ্ছেন, রাঁচির পিথোরিয়া জঙ্গল থেকে তিনি সর্পগন্ধা বীজ সংগ্রহ করেছেন, যা সাপ এবং বিভিন্ন কীটপতঙ্গ তাড়াতে ব্যবহার করা যায়। (Representative Image: AI Generated)
advertisement
7/14
তাঁর দাবি, এই বীজের গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। স্থানীয় আদিবাসীরাও বহুদিন ধরে এই বীজ ব্যবহার করছেন। কারণ, তাঁদের ঘরবাড়ি বনাঞ্চলের মধ্যে হওয়ায় সাপ প্রায়ই বাড়িতে ঢুকে পড়ে। (Representative Image: AI Generated)
advertisement
8/14
তিনি জানান, “আমরা যখন দেখতাম সাপ ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে, তখন এই বীজ সামান্য পরিমাণে বাইরে বা ভেতরে রেখে দিতাম। এর গন্ধ এতটাই তীব্র যে সাপ পালিয়ে যেত।” (Representative Image: AI Generated)
advertisement
9/14
প্রশান্ত আরও বলেন, “এই বীজ শুধু সাপ নয়, অন্যান্য পোকামাকড়, এমনকি মশাও সহ্য করতে পারে না। গন্ধই তাদের তাড়িয়ে দেয়। গ্রামে প্রায় প্রত্যেক ঘরের আশেপাশে এই বীজ রাখা হয়।” (Representative Image: AI Generated)
advertisement
10/14
ভবিষ্যতে এই বীজ দিয়েই তৈরি হতে পারে সাপ তাড়ানোর ওষুধ, এমনটাও জানালেন বিজ্ঞানী প্রশান্ত। তিনি বলেন, এখনও পর্যন্ত বাজারে সাপ তাড়ানোর কোনও কার্যকর ওষুধ নেই, যেমন আমরা তেলাপোকা তাড়াতে ‘লক্ষ্মণরেখা’ ব্যবহার করি। (Representative Image: AI Generated)
advertisement
11/14
সেইরকমভাবে সাপ রুখতেও এই বীজ থেকে ওষুধ বানানো সম্ভব। এই সর্পগন্ধা বীজে রয়েছে বহু গুণ। এতে রয়েছে রেসারপিন, সেরপেন্টিন, আজমালিসিন-জাতীয় গুরুত্বপূর্ণ আলকালয়েড, যা শুধু সাপ নয়, উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। এটি একটি বহু গুণসম্পন্ন ভেষজ উপাদান। (Representative Image: AI Generated)
advertisement
12/14
বিজ্ঞানী প্রশান্ত আরও বলেন, “যদি কোনও পোকা কামড় দেয়, তাহলে এই বীজ বেটে লাগালে আরাম মেলে। গ্রামের মানুষরা এখনও এই বীজ প্রতিদিন ব্যবহার করেন।” (Representative Image: AI Generated)
advertisement
13/14
বর্তমানে এর উপর গবেষণা চলছে, কী ভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ হিসেবে সর্পগন্ধা ব্যবহার করা যায়। তবে তার আগেই, এই বীজ ঘরের চারপাশে লাগিয়ে বা রেখে সাপ তাড়ানোর সহজ উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। (Representative Image: AI Generated)
advertisement
14/14
বর্ষাকালে, যখন সাপের উৎপাত সবচেয়ে বেশি থাকে, তখন বনভূমির আশেপাশে বসবাসকারী আদিবাসীরা এই বীজকে জীবনদাতা বলে মনে করেন। কারণ প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে আহত হন বা মারা যান। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপের নতুন ‘শত্রু’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, এবার ঘরের কাছেও ঘেঁষবে না সাপ! করতে হবে শুধু এই ছোট্ট কাজ!