TRENDING:

GK: জিভের নীচে না বগলে, কোথায় দেবেন থার্মোমিটার? 'ঠিক' না জানলে 'সঠিক' পাঠও পাবেন না

Last Updated:
বগলের তাপমাত্রা মুখের থেকে কম হয়। তাই মুখের বদলে বগলে থার্মোমিটার দিলে কম পাঠ পাওয়া যাবে। মুখের ভিতর দিলে বেশি তপমাত্রার পাঠ পাওয়া যাবে।
advertisement
1/8
জিভের নীচে না বগলে, কোথায় দেবেন থার্মোমিটার? 'ঠিক' না জানলে 'সঠিক' পাঠও পাবেন না
ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর লেগেই রয়েছে। বাচ্চা, বুড়ো...রেহাই নেই কারও।
advertisement
2/8
হাল্কা ঠান্ডার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে রাজ্যবাসী। আর তারই সঙ্গে ঘরে ঘরে সর্দি-কাশি-হাঁচি-জ্বরের প্রকোপ শুরু হয়েছে। জ্বর হলে যে থার্মোমিটার লাগে এ আর কে না জানেন?
advertisement
3/8
যখন শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায় এবং স্পর্শ করলে গরম অনুভূত হয়, তখন এমন অবস্থাকে জ্বর বলে। রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার কারণেও জ্বর হতে পারে। Photo- Representative
advertisement
4/8
শরীরের উত্তাপ বেড়ে গেলে জ্বরের কারণে অনেক ধরনের সমস্যা হয়। অনেক সময় হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যায়।
advertisement
5/8
জ্বরের সময়ে যে থার্মোমিটার লাগে, এ আর কে না জানেন। তাপমাত্রা মাপতে কেউ কেউ থার্মোমিটার মুখে দেন, কেউ আবার বগলে দেন। কিন্তু কোনটি ঠিক পদ্ধতি ?
advertisement
6/8
বগলের তাপমাত্রা মুখের থেকে কম হয়। তাই মুখের বদলে বগলে থার্মোমিটার দিলে কম পাঠ পাওয়া যাবে। মুখের ভিতর দিলে বেশি তপমাত্রার পাঠ পাওয়া যাবে।
advertisement
7/8
ডিজিটাল থার্মোমিটার পারদের থার্মোমিটারের থেকে বেশি ভাল বলে মনে করা হয়।
advertisement
8/8
তবে মনে রাখবেন থার্মোমিটার ঠান্ডা বা গরম পরিবেশে রাখবেন না। তাহলে রিডিং ভুল দেখাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: জিভের নীচে না বগলে, কোথায় দেবেন থার্মোমিটার? 'ঠিক' না জানলে 'সঠিক' পাঠও পাবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল