TRENDING:

৮০ বছরের দীর্ঘতম দাম্পত্য জীবন কাটিয়ে বললেন, ‘‘দরকার শুধু অসীম ধৈর্য্য’’

Last Updated:
advertisement
1/6
৮০ বছরের দীর্ঘতম দাম্পত্য জীবন কাটিয়ে বললেন, ‘‘দরকার শুধু অসীম ধৈর্য্য’’
• কথায় বলে জন্ম-মৃত্য-বিয়ে, তিন বিধাতা নিয়ে ৷ এই তিন বস্তু কখন, কার জীবনে যে কী নিয়ে আসবে তা বলা বেশ মুশকিল ৷ ঠিক যেমনটা হয়েছে এই বৃদ্ধ দম্পতির ক্ষেত্রে ৷ একসঙ্গে পথচলাটা শুরু হয়েছিল আজ থেকে আট দশক আগে ৷ জীবন সায়াহ্নে এসে আজও তাঁদের হাতে হাত.. আজও একসঙ্গে ভাগ করে নেওয়া জীবন খাতার প্রতিটা পাতা ৷
advertisement
2/6
• জাপানের মাসাও মাতসুমোতো এবং মিয়াকো মাতসুমোতো ৷ পৃথিবীর প্রবীণতম দম্পতি এঁরাই ৷ ৮০ বছরের দাম্পত্য জীবন তাঁদের ৷ মিয়াকো বলছেন, অসীম ধৈর্য্যই এই অসাধ্য সাধন করেছে ৷
advertisement
3/6
• মাসাওয়ের বয়স এখন ১০০ আর মিয়াকো এবার ১০৮ বছরে পা দিয়েছেন ৷ আর সবচেয়ে বেশি দিনের দাম্পত্যের ইতিহাস গড়ে গিনেস বুকে নাম তুলেছেন মাতসুমোতো-জুটি ৷
advertisement
4/6
• ১৯৩৭ সালে বিয়ে হয়েছিল তাঁদের ৷ আর এখন তাঁদের ৫ কন্যা, ১৩টি পৌত্র-পৌত্রি ও ২৫টি প্রপৌত্র-প্রপৌত্রি নিয়ে ভরা সংসার মাসাও আর মিয়াকোর ৷
advertisement
5/6
• ৮০ বছর একসঙ্গে কাটিয়ে মাসাও বলছেন, ‘‘আমারা কেউ ধৈর্য্য হারাইনি ৷ আশা ছাড়িনি ৷ আমাদের মধ্যে কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়েছি ৷’’
advertisement
6/6
• তাঁদের দু’জনের যৌথ বয়স ২০৮ বছর ৷ তাঁদের দু’জনের যৌথ বয়স ২০৮ বছর ৷ এখনও একই রকম উদ্যোমী তাঁরা ৷ প্রাণপ্রাচুর্যে ভরপুর কানায় কানায় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
৮০ বছরের দীর্ঘতম দাম্পত্য জীবন কাটিয়ে বললেন, ‘‘দরকার শুধু অসীম ধৈর্য্য’’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল