TRENDING:

ট্রেন ছাড়ার পরই ফোন বাজল, যাত্রী নিলেন এমন এক 'সিদ্ধান্ত'... থেমে গেল ট্রেনের চাকা, ছুটে এল RPF তার পর...!

Last Updated:
যাত্রীর আচমকা এক পদক্ষেপে আচমকা থেমে গেল ট্রেনের চাকা। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ছুটে এল RPF। তারপর যা হল, তাতে হতবাক রেলকর্তারাও।
advertisement
1/8
ট্রেন ছাড়ার পরই ফোন বাজল, যাত্রী নিলেন এমন এক 'সিদ্ধান্ত'... থেমে গেল ট্রেনের চাকা!
নিশুতি রাতে চলছিল এক্সপ্রেস ট্রেন। গন্তব্যের পথে ছুটছিল ইঞ্জিন—সময়ের চেয়ে খানিক আগেই এগোচ্ছে গাড়ি। হঠাৎই একটা ফোনকল! তার পরেই ওলটপালট হয়ে গেল সব। কল্পনা করতে পারবেন না। (Representative Image: AI) 
advertisement
2/8
যাত্রীর আচমকা এক পদক্ষেপে আচমকা থেমে গেল ট্রেনের চাকা। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ছুটে এল আরপিএফ। তারপর যা হল, তাতে হতবাক রেলকর্তারাও...! (Representative Image: AI) 
advertisement
3/8
ঘটনাটি ঘটে ঝাঁসি ডিভিশনের একটি স্টেশনে। স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এক যাত্রীর ফোন বেজে ওঠে। ফোন ধরেই তিনি এমন কিছু করেন, যাতে ট্রেন আচমকাই থেমে যায়। এতে কামরায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, পৌঁছে যান আরপিএফ জওয়ানরা। যাত্রীকে আটক করে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। (Representative Image: AI) 
advertisement
4/8
ঝাঁসি ডিভিশন রেলওয়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৫১০ জনকে গ্রেফতার করেছে, যারা কোনও জরুরি কারণ ছাড়াই ট্রেনের চেন টেনেছিল। মোট ১.১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এই চার মাসে। (Representative Image: AI) 
advertisement
5/8
চেন টানার অসুবিধা কী? ডিআরএম দীপক কুমার সিনহা জানিয়েছেন, বিনা কারণে চেন টানা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে শুধু ট্রেন দেরিতে চলে না, বিপন্ন হয় অন্যান্য যাত্রীদেরও নিরাপত্তা। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়, বিভিন্ন ট্রেন সময়মতো পৌঁছায় না, যার ফলে রেল পরিষেবার উপর নেতিবাচক প্রভাব পড়ে। (Representative Image: AI) 
advertisement
6/8
কোন স্টেশনে কতজন ধরা পড়েছে? * **ঝাঁসি (বীরাঙ্গনা লক্ষ্মীবাই) স্টেশন**: ৯১ জন ধরা পড়েছেন, জরিমানা আদায় হয়েছে ₹১১,৪৭৫। * **গ্বালিয়র স্টেশন**: ২০৮ জনকে জরিমানা সহ গ্রেফতার করা হয়েছে, জরিমানা ₹৩৩,৪০০। * **মুরাইনা স্টেশন**: ৫৬ জন ধরা পড়েছেন, জরিমানা ₹২২,৫০০। * **বাঁদা স্টেশন**: ২৮টি মামলায় গ্রেফতার ও জরিমানা ₹১৬,১০০। * **উরেই স্টেশন**: ১১ জনকে ধরে ₹২০০ জরিমানা আদায় করা হয়েছে।  (Representative Image: AI) 
advertisement
7/8
রেলওয়ে যাত্রীদের কাছে অনুরোধ করেছে, যেন কেউ অনাবশ্যকভাবে ট্রেনের আলার্ম চেন না টানেন। চেন কেবলমাত্র জরুরি পরিস্থিতিতে—যেমন জীবনহানির আশঙ্কা, বা চিকিৎসা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে টানার অনুমতি রয়েছে। এটি অপব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের রেল শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। (Representative Image: AI) 
advertisement
8/8
এই অভিযানের ফলে ট্রেন চলাচলের সময়ানুবর্তিতায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঝাঁসি ডিভিশন রেলওয়ে। যাত্রীদের নিরাপদ ও সময়মতো যাত্রা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রেন পর্যবেক্ষণেও জোর দিয়েছে রেল। (Representative Image: AI) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেন ছাড়ার পরই ফোন বাজল, যাত্রী নিলেন এমন এক 'সিদ্ধান্ত'... থেমে গেল ট্রেনের চাকা, ছুটে এল RPF তার পর...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল