TRENDING:

পরনে বাঘছাল থেকে চুলের জটায় গঙ্গা-চাঁদ, ত্রিশূল থেকে রুদ্রাক্ষ্মের প্রকৃত অর্থ জেনে নিন মহাশিবরাত্রির পুণ্যলগ্নে

Last Updated:
advertisement
1/10
পরনে বাঘছাল থেকে চুলের জটায় গঙ্গা-চাঁদ, ত্রিশূল থেকে রুদ্রাক্ষ্মের প্রকৃত অর্থ জেনে নিন মহাশিবরাত্রির পুণ্যলগ্নে
ভগবান শিব অর্থাৎ মহাদেব, দেবাদিদেব ৷ শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তিনি জীবের মঙ্গলসাধন করেন ৷ জীবনের বাধা বিপত্তি কাটাতে তাঁকে আশীর্বাদ করতে হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/10
ভগবান শিবের পরনে বাঘছাল, মাথায় থাকে চাঁদ-গঙ্গা, হাতে থাকে ত্রিশূল, ত্রিশূলে জড়ানো ডুমুর, ত্রিনয়ন, রুদ্রাক্ষ্ম ও গলায় সাপ সবই আলাদা আলাদা অর্থ বহন করে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/10
ভগবান শিবের পরনে যে বাঘছাল লক্ষ করা যায় সেই বাঘছাল আসলে শক্তির প্রতীক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/10
শিবের মাথায় গঙ্গা আছে ৷ গঙ্গা অর্থাৎ হিন্দুশাস্ত্রে সব থেকে পবিত্র বলে মনে করা হয়ে থাকে গঙ্গাকে ৷ হিন্দুশাস্ত্রে গঙ্গাজল ছাড়া কোনও কাজই সম্পন্ন হয়না ৷ পবিত্রতার প্রতীক গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছেন মহাদেব ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/10
গঙ্গার সঙ্গে শিবের মাথায় রয়েছে চাঁদও অর্থাৎ চিরন্তন সময়ের ইঙ্গিত বাহক ৷ প্রাচীন, বর্তমান ও ভবিষ্যত এই সবেরই প্রতীক তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/10
মহাদেবের হাতের ত্রিশূল অর্থাৎ জ্ঞান, ইচ্ছা ও সমস্ত সদিচ্ছার প্রয়োগ হিসাবেও ধরা হয়েছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসাবেও ত্রিশূলকে মনে করা হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/10
মহাদেবের হাতের ত্রিশূল অর্থাৎ জ্ঞান, ইচ্ছা ও সমস্ত সদিচ্ছার প্রয়োগ হিসাবেও ধরা হয়েছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসাবেও ত্রিশূলকে মনে করা হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/10
শিবের গলায় রয়েছে সাপ ৷ সাপ অর্থাৎ ইগোর (একটি রিপু) বিরুদ্ধে লড়ার শক্তি যোগায় ৷ যাবতীয় কামনা-বাসনা বা ভুল বোঝাবুঝির অবসান ঘটায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/10
শিবের হাতে ও গলায় রুদ্রাক্ষ্ম রয়েছে ৷ এই রুদ্রাক্ষ্ম পিওরিটি (খাঁটি) বা নিজস্বতার প্রতীক ৷ যেখানে কোনও নকলের স্থান নেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/10
শিবের হাতে ও গলায় রুদ্রাক্ষ্ম রয়েছে ৷ এই রুদ্রাক্ষ্ম পিওরিটি (খাঁটি) বা নিজস্বতার প্রতীক ৷ যেখানে কোনও নকলের স্থান নেই ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পরনে বাঘছাল থেকে চুলের জটায় গঙ্গা-চাঁদ, ত্রিশূল থেকে রুদ্রাক্ষ্মের প্রকৃত অর্থ জেনে নিন মহাশিবরাত্রির পুণ্যলগ্নে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল