Anil Gochhikar|Puri's Bahubali: নিটোল দেহ সুঠাম গড়ন, পুরীর রথের রশি টানেন 'বাহুবলী!' জগন্নাথদেবের রথযাত্রায় এক অন্য ভূমিকায় অনিল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Anil Gochhikar The Personal Bodyguard of Lord Jagannath|Anil Gochikar The Personal Bodyguard of Lord Jagannath|Bahubali of Puri|Puri Jangannath Temple|Puri Rath Yatra 2022|National News: করোনা কালে পুরীর রথের রশিতে তিনিও দিয়েছিলেন টান, চিনুন সেই মানুষটিকে
advertisement
1/16

পুরীর রথ কোনও ভারতীয় কাছে নতুন করে কোনও কিছু বলে বোঝানোর বিষয় নয় ৷ শুধুই দেশীয় নয় বিদেশেও খ্যাতি আছে পুরীর রথের ৷ গত বছর পুরীর রথযাত্রায় অতিমারির কারণে বেশ কিছু পরিবর্তন এসেছে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/16
লক্ষ লক্ষ ভক্ত ও সেবায়তদের সেবায় জগন্নাথদেব পৌঁছে যান পুরী থেকে শ্রীগুণ্ডিচা ৷ করোনাকালে লক্ষ লক্ষ মানুষের জমায়েত নিষিদ্ধ রথের রশি টানা তো দূরের কথা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/16
করোনার তীব্র সংক্রমণের মাঝেই এমন ভক্তদের ও সেবায়েতদের সংখ্যা অনেক কমানো হয়েছিল ৷ মাত্র কয়েকশো জন ভক্ত ও সেবায়েত নিয়েই জগন্নাথদেবের রথের রশিতে টান পড়েছিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/16
করোনা কালে রথের রশিতে টান দিতে দেখা গিয়েছে পেশীবহুল দুটি হাত ৷ তাঁর হাতে ছোঁয়ায় যেন যাদু আছে দেশের মানুষ ভালবেসে তাঁর নাম দেন পুরীর বহুবলী ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/16
প্রচারের আলো থেকে অনেক দূরে বলা যেতে পারে যে তিনি অনেক পরেই প্রচারে এসেছেন ৷ পুরীর জগন্নাথ মন্দিরে তিনিই স্বয়ং জগন্নাথের ব্যক্তিগত দেহরক্ষী ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/16
পুরীর মন্দিরের সেবায়ত অনিল শুধুই নন তাঁর পরিবারও জগন্নাথের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন ৷ মন্দিরের সেবক হিসাবেই অনিল নিজেকে মনে করেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/16
অনিল শুধুই বাহুবলীই নন ব্যক্তিগত শরীরচর্চা ও কসরৎও তিনি করেন ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল দেখলেই তা অত্যন্ত পরিষ্কার হয় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/16
তবে এখানেই শেষ নয় তিনি সাতবারের মিস্টার ওড়িশা ৷ তিনি মিস্টার ইন্ডিয়াও হয়েছেন ৷ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ ও সোনার পদক জয় করেছেন অনিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/16
অনিলের পরিবার জগন্নাথের সেবায়ত ৷ কিন্তু এমন সুঠাম দেহ ও নিটোল গড়ন? তা একমাত্রই সাধনা ছাড়া মোটেও সম্ভব নয় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
10/16
দাদাকে দেখেই অনিল শরীর চর্চা শুরু করেন ৷ অতিমারিতে রথের রশিতে টানের দৃশ্যও ভাইরাল হয়েছে বারেবারে ৷ অনেকেই বাহুবলী ব্রাদার্স বলে ডাকেন তাঁদের ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
11/16
প্রতিদিনের সাধনা ও তপস্যাই তাঁকে সুস্বাস্থ্যের অধিকারী করেছে ৷ অনিল বর্তমানে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
12/16
সম্পূর্ণ নিরামিষাসী নানান ধরনের সব্জি ও ডাল থেকেই প্রতিদিনের প্রয়োজনীয় প্রোটিন খাদ্য গ্রহণ করেন অনিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
13/16
কোনও রকমের তামাকজাত দ্রব্য বা মদ্যপান থেকে বহু ক্রোশ দূরে অনিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
14/16
অনিল ওড়িশার অত্যন্ত জনপ্রিয় এক মুখ ৷ অনেক ধরনের সামাজিক কাজও তিনি করে থাকেন ৷ নিরন্নর মুখে খাবার তুলে দেন তিনি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
15/16
মন্দিরের বাইরে তাঁর জগন্নাথদেবের সেবা করার কথা নয় কিন্তু করোনার সংক্রমণের ফলে সেই সুযোগ পান অনিল ৷ ভক্ত সংখ্যা অত্যন্ত কম থাকায় সেবায়েতদেরই দায়িত্ব পরে ৷ ফলে তিনিও পথে নামেন রথযাত্রায় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
16/16
তবে এই সেবার সুযোগ পেয়ে অনিল নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন ৷ সংগৃহীত ছবি ৷ সংগৃহীত ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Anil Gochhikar|Puri's Bahubali: নিটোল দেহ সুঠাম গড়ন, পুরীর রথের রশি টানেন 'বাহুবলী!' জগন্নাথদেবের রথযাত্রায় এক অন্য ভূমিকায় অনিল