TRENDING:

Free Train Rides in India: নো টিকিট! ‘এই’ ট্রেনসফর একেবারে ফ্রি, দেশের এই ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে জানুন

Last Updated:
Free Train Rides in India: আপনি বোধহয় এমন ট্রেনের কথা জানেন না, যেখানে সফর করতে কোনও টিকিট লাগে না। একেবারে বিনামূল্যে আপনি ট্রেনে উঠে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবেন।
advertisement
1/8
নো টিকিট! ‘এই’ ট্রেনসফর একেবারে ফ্রি, দেশের এই ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে জানুন
গোটা ভারতবর্ষে প্রতিদিন মোট কটা ট্রেন চলে, তার গুনতি রাখা প্রায় অসম্ভবের সমান। লোকাল ট্রেন, মালবাহী ট্রেন, দুরপাল্লার ট্রেন, টয় ট্রেন কত ধরনের ট্রেনের আবিষ্কার হয়েছে।
advertisement
2/8
আর ট্রেন মানেই যাত্রা। কখনও তা কর্মসূত্রে, কখনও বা ব্যক্তিগত কারণে, বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ট্রেনে সফর করতে হলে টিকিট কাটা যে অপরিহার্য, তা কে না জানে।
advertisement
3/8
কিন্তু আপনি বোধহয় এমন ট্রেনের কথা জানেন না, যেখানে সফর করতে কোনও টিকিট লাগে না। একেবারে বিনামূল্যে আপনি ট্রেনে উঠে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবেন।
advertisement
4/8
সেই ট্রেন মোট ১৩ কিমি যাতায়াত করে। এই দেশেরই এক প্রান্তে এই ট্রেন চলে, কিন্তু ৯৯ শতাংশই জানেন না যে সেই ট্রেনে চড়তে টিকিট লাগে না। কোন ট্রেন বলুন তো?
advertisement
5/8
এই ট্রেনের নাম, ভাকরা-নাঙ্গাল ট্রেন। ১৯৪৮ সালে এই ট্রেনটি চালু হয়েছিল। পঞ্জাব এবং হিমাচল প্রদেশের সীমান্তে ট্রেনটি যাতায়াত করে।
advertisement
6/8
ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড এই ট্রেনের পরিচালনার দায়িত্বে। যাত্রীরা এই ট্রেনে চেপে ভাকরা নাঙ্গল বাঁধ দেখতে যান, আবার ফিরে আসেন ওই ট্রেনেই। এবং সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
7/8
ভাকরা রেলওয়ের এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭.০৫-এ নাঙ্গাল রেলওয়ে স্টেশন ছাড়ে। সকাল ৮.২০-তে ভাকরা পৌঁছায়।
advertisement
8/8
আরও একটি যাত্রার জন্য এটি নাঙ্গাল থেকে বিকাল ৩.০৫ মিনিটে ছাড়ে। বিকাল ৪.২০ মিনিটে ভাকরা রেলওয়ে স্টেশনে যাত্রীদের নামায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Free Train Rides in India: নো টিকিট! ‘এই’ ট্রেনসফর একেবারে ফ্রি, দেশের এই ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল