TRENDING:

কিশোরী ভাগ্নি ফাঁক পেলেই ছুটে আসত মামার বাড়ি! সবাই ভাবতেন রক্তের টান...কিন্তু সত্যিটা যেদিন প্রকাশ্যে এল, শিউরে উঠলেন সবাই!

Last Updated:
Love Affair: সময় পেলেই ভাগ্নি ছুটে যেতেন মামার বাড়ি। সবাই ভাবতেন রক্তের টান। ভালবাসা। কিন্তু সত্যিটা যেদিন প্রকাশ্যে এল...যা হওয়ার হয়ে গিয়েছে। আর কিছুই করার ছিল না। জানলে শিউরে উঠবেন।
advertisement
1/10
কিশোরী ভাগ্নি ফাঁক পেলেই ছুটে আসত মামার বাড়ি! সবাই ভাবতেন রক্তের টান...কিন্তু সত্যিটা কী?
সময় পেলেই ভাগ্নি ছুটে যেত মামার বাড়ি। সবাই ভাবতেন রক্তের টান। ভালবাসা। কিন্তু সত্যিটা যেদিন প্রকাশ্যে এল...যা হওয়ার হয়ে গিয়েছে। আর কিছুই করার ছিল না। জানলে শিউরে উঠবেন। (Representative Image: AI)
advertisement
2/10
ভালবাসা কখনও আশীর্বাদ, কখনও অভিশাপ। উত্তরপ্রদেশের মেইনপুরিতে তেমনই এক ঘটনা ঘটেছে, যেখানে এক কিশোরীর গোপন অনুভূতির পরিণাম এত মারাত্মক হয়ে দাঁড়ায়।  (Representative Image: AI)
advertisement
3/10
দু’বছর আগে মেয়েটির দিদিমা মারা যান, তার পর থেকেই সে যাতায়াত করত ফররুখাবাদ জেলার মোহাম্মদাবাদের মামার বাড়িতে। প্রায়ই যেত, সেখানে দেখা হত মামার ছেলের সঙ্গে। বাড়ির লোক বুঝত না, কী ভাবে সম্পর্ক গভীর হচ্ছে। (Representative Image: AI)
advertisement
4/10
কিন্তু মেয়েটি আসলে প্রেমে পড়েছে নিজের মামার ছেলের। এই সম্পর্ক বাড়তেই পরিবারের অস্বস্তি শুরু হয়। কিশোরীর মামা দ্রুত ছেলের বিয়ে দিয়ে দেন, ভেবেছিলেন, তাতেই সব ঠিক হয়ে যাবে। (Representative Image: AI)
advertisement
5/10
কিন্তু ভুল ভেবেছিলেন তিনি। বিয়ের পরেও প্রেম চলতে থাকে। মঙ্গলবার কিশোরী নিজের বাবার ফোন থেকে প্রেমিককে ডাকে রসুলাবাদ আন্ডারপাসে, বৃহস্পতিবার সকালে দেখা করতে। সেখানে গিয়ে সে বলে পালিয়ে যেতে চায়। (Representative Image: AI)
advertisement
6/10
 এই পরিস্থিতিতে ওই যুবক ফোন করেন তাঁর বাবা অর্থাৎ মেয়েটির মামা, মামার ছেলে ও মেয়েটির বাবাকে। মেয়েটিকে নিয়ে যাওয়া হয় নাগলা সুদামার এক আত্মীয়ের বাড়িতে। 
advertisement
7/10
প্রেমিক দোটানায় পড়ে ফোন করে নিজের বাবা, মামার ছেলে এবং মেয়েটির বাবাকে। মেয়েটিকে নিয়ে যাওয়া হয় আত্মীয়ের বাড়িতে, বোঝানোর চেষ্টা হয় ঘণ্টার পর ঘণ্টা। (Representative Image: AI)
advertisement
8/10
কিন্তু সে অনড়। হঠাৎ বেরিয়ে যায় বাড়ি থেকে। খোঁজাখুঁজির পর দেখা যায়, বটগাছে ওড়না দিয়ে ঝুলছে কিশোরীর দেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ মামার ছেলে, মামাতো ভাই ও খুড়তুতো ভাইকে হেফাজতে নিয়েছে। পরিবারের দাবি, তাঁরাই দায়ী মেয়েটির মৃত্যুর জন্য। (Representative Image: AI)
advertisement
9/10
ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে মামার ছেলে, মামাতো ভাই ও খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পুলিশ তিনজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে। (Representative Image: AI)
advertisement
10/10
জিজ্ঞাসাবাদে প্রেমিক জানায়, বিয়ের পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে, কিন্তু মেয়েটি বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এখন কিশোরীর পরিবারে শোকের ছায়া। বেওয়ার থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। মেয়েটির পরিবার ও আত্মীয়রা থানায় ভিড় জমিয়েছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কিশোরী ভাগ্নি ফাঁক পেলেই ছুটে আসত মামার বাড়ি! সবাই ভাবতেন রক্তের টান...কিন্তু সত্যিটা যেদিন প্রকাশ্যে এল, শিউরে উঠলেন সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল