ধন-সম্পদ-সুখ সব চান নিশ্চয়ই? কালীপুজোয় এই ৫ মন্দিরের যে কোনও একটিতে পুজো দিলেই...
Last Updated:
advertisement
1/6

কাল দীপান্বিতা অমাবস্যা৷ বছরের অন্যতম পূণ্য দিন৷ মা কালীর আরাধনায় এদিন জেগে উঠবে রাজ্যের সবচেয়ে জাগ্রত কালীপীঠগুলি৷ এর মধ্যে কোনও একটিতে কাল পুজো দিতে পারলে আপনার জীবনে মঙ্গল কেউ আটকাতে পারবে না৷
advertisement
2/6
কলকাতাতেই রয়েছে অন্যতম জাগ্রত সতীর পীঠ কালীঘাট৷ দক্ষযজ্ঞের সময় এখানেই খসে পড়েছিল সতীর জিভ৷
advertisement
3/6
সতীর পীঠ না হলেও দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বাঙালিদের কাছে পরম পূজণীয়৷ দীপান্বিতা অমাবস্যায় তাই মা ভবতারিণীর চরণে মাথা ঠেকাতে পারলেই পূণ্য মনে করেন ভক্তেরা৷
advertisement
4/6
পূণ্য অর্জন করতে এদিন বিপুল সমাগম হয় তারাপীঠে৷ দক্ষযজ্ঞের সময় এখানেই পড়েছিল সতীর চোখের মণি৷
advertisement
5/6
দক্ষযজ্ঞের সময় মায়ের কোমরের হাড় খসে পড়ে বীরভূমের কঙ্কালিতলায়৷ কালীপুজোর দিন জাগ্রত এই স্থানে সাধনায় বসেন ভক্তেরা৷
advertisement
6/6
নারায়ণ সান্যালের হংসেশ্বরী উপন্যাস পড়লে জানা যায় হংসেশ্বরী মন্দিরের কথা৷ হুগলির বাঁশবেড়িয়ার এই মন্দিরে দেবী পূজিত হন মা কালী রূপে৷ দীপান্বিতা অমাবস্যায় হংসেশ্বরী মন্দিরে পুজো দিলে মনবাসনা পূর্ণ হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ধন-সম্পদ-সুখ সব চান নিশ্চয়ই? কালীপুজোয় এই ৫ মন্দিরের যে কোনও একটিতে পুজো দিলেই...