Ugly buildings: বিদ্ঘুটে বিল্ডিংয়ের ছবি দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা, আপনার চোখে কোনটা বেশি কুৎসিত
- Published by:Teesta Barman
Last Updated:
Ugly buildings: সৌন্দর্য বড়ই আপেক্ষিক, তাই কারও চোখে খারাপ বস্তুও সুন্দর দেখাতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যে বিল্ডিংকে 'কুৎসিত' আখ্যা দেওয়া হয়েছে, তারই একটি তালিকা রইল।
advertisement
1/8

আঁকার খাতায় সুন্দর। কিন্তু যেই সেই বিল্ডিং তৈরি হয়ে গেল, সেটির দিকে তাকানো দায়! এমন বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে। আর তার নমুনা রয়েছে পৃথিবী জুড়ে। যদিও সৌন্দর্য বড়ই আপেক্ষিক, তাই কারও চোখে খারাপ বস্তুও সুন্দর দেখাতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যে বিল্ডিংকে 'কুৎসিত' আখ্যা দেওয়া হয়েছে, তারই একটি তালিকা রইল।
advertisement
2/8
ওয়াশিংটনের সিয়াটেলে মিউজিয়াম অফ পপ কালচার। অনেকের চোখেই এই বিল্ডিং ভীষণ অদ্ভুত দেখতে লেগেছে। ডিজাইন করেছিলেন কানাডিয়ান-আমেরিকান আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক গেরি।
advertisement
3/8
ফ্রান্সের প্যারিসে পম্পিডোউ সেন্টার। প্যারিস এই বিশ্বের অন্যতম সুন্দর শহর হলেও এই বিল্ডিং অনেকেরই না-পসন্দ। এটি একটি গ্রন্থাগার এবং আধুনিক শিল্পকলার মিউজিয়ামও। দেখে মনে হয় এখনও এই বিল্ডিং নির্মীয়মান।
advertisement
4/8
জাপানের আয়োমা টেকনিক্যাল কলেজ। চোখে আরাম পাওয়া দুষ্কর এই বিল্ডিং দেখে।
advertisement
5/8
অতি রঙে এই বিল্ডিংয়ের সৌন্দর্যই বরবাদ। মালয়েশিয়ার একটি হোটেল। নাম, ফার্স্ট ওয়ার্ড হোটেল। ৬ হাজারের উপর ঘর রয়েছে এই হোটেলে।
advertisement
6/8
৩৮ তলার এই বিল্ডিংয়ের নাম, আগবর টাওয়ার। স্পেনের বার্সেলোনায় রয়েছে এই টাওয়ার। উষ্ণপ্রসবণ যখন জল বা বাষ্প হয়ে স্তম্ভের আকার নেয়, তেমন ভাবেই বানাতে চেয়েছিলেন আর্কিটেক্ট।
advertisement
7/8
ইংল্যান্ডের বার্মিংহামে সেল্ফ্রিজেস বিল্ডিং একটি শপিং মল। ২০০৩ সালে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে এই বিল্ডিং বানানো হয়েছিল। কিন্তু মানুষের কাছে এই বিল্ডিংয়ের আকৃতি কারুকার্য বেশ নিম্ন মানের।
advertisement
8/8
১০৫ তলার পিরামিড আকারের এই বিল্ডিং রয়েছে উত্তর কোরিয়ায়। নাম, রিউংগিয়ং হোটেল। বিশ্বের সর্বোচ্চ হোটেল হিসেবে বানানো হয়েছে এই বিল্ডিং যার দর্শন খুব সুখকর নয় অনেকের কাছেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ugly buildings: বিদ্ঘুটে বিল্ডিংয়ের ছবি দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা, আপনার চোখে কোনটা বেশি কুৎসিত