বৃহস্পতিবার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় সংসার অত্যন্ত ভাল ভাবে চলে, হাসিতে খুশিতে ভরে ওঠে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
যে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন সেই ঘরে কখনই টাকা পয়সার অভাব হয়না
advertisement
1/6

আজ অর্থাৎ বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার ৷ মা লক্ষ্মী হলেন সুখ ও সমৃদ্ধির দেবী ৷
advertisement
2/6
সংসারে আদর্শ জুটির উদাহরণ সব সময়েই মা লক্ষ্মী ও নারায়ণকে দিয়েই সাধারণত মা-কাকিমা বা ঠাকুমারা দিয়ে থাকেন ৷
advertisement
3/6
লক্ষ্মী-নারায়ণের জুটি জগৎ সংসারের সব থেকে আদর্শের জুটি ৷ জগৎ সংসারের সমস্ত পুরুষকে নারায়ণ ও নারীদের মা লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয় ৷
advertisement
4/6
মা লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করে যাও যে যার আলয় ৷
advertisement
5/6
প্রতি বৃহস্পতিবার সন্ধের পরে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হন ৷ সেই গৃহস্থেই চিরকাল তাঁর বসবাস হয় ৷
advertisement
6/6
মা লক্ষ্মী সন্তুষ্ট হলে সংসারে কোনও অভাব অনটন হয়না ৷ সংসারের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বৃহস্পতিবার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় সংসার অত্যন্ত ভাল ভাবে চলে, হাসিতে খুশিতে ভরে ওঠে