Wedding night secret: ফুলসজ্জার রাতে বরের ‘আসল রূপ’ দেখে চক্ষু চড়কগাছ বউয়ের! এল পুলিশ, ফাঁস গোপন কথা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Fulsojja: বদায়ুঁতে ঘটল চমকপ্রদ ঘটনা। ব্যক্তিগত বিষয় গোপন করে বিয়ে করেছিলেন এক যুবক, ফুলসজ্জার রাতেই গোপন কীর্তি ফাঁস হয়ে গেল। টের পেয়ে সোজা বাপের বাড়ি ছুটলেন বউ।
advertisement
1/5

বদায়ুঁতে ঘটল চমকপ্রদ ঘটনা। ব্যক্তিগত বিষয় গোপন করে বিয়ে করেছিলেন এক যুবক, ফুলসজ্জার রাতেই গোপন কীর্তি ফাঁস হয়ে গেল। টের পেয়ে সোজা বাপের বাড়ি ছুটলেন বউ। প্রতীকী ছবি।
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে। বিয়ের পরে শোরগোল শুনে সেখানে ছোটে পুলিশ। শনিবার বদায়ুঁর ডাটাগঞ্জের ঘটনা। কনে ফুলসজ্জার রাতে দাবি করেন বর শারীরিক ভাবে অসমর্থ, তাই তাঁর সঙ্গে যেতেও অস্বীকার করেন বউ। প্রতীকী ছবি।
advertisement
3/5
এর পরেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বউকে বৌঝাতে অনেক চেষ্টা করেন, কিন্তু কিছুতেই বৌকে ফেরানোর জন্য রাজি করা যায়নি। পরিবারের সবাই কারণ জিজ্ঞেস করলে বউ বলেন, তাঁর স্বামী শারীরিক ভাবে অক্ষম। প্রতীকী ছবি।
advertisement
4/5
কারণ শুনে নববিবাহিত তরুণীর পরিবার বোঝানোর চেষ্টা করেন, তাঁরা বরের চিকিৎসা করবে, তাতেও রাজি করানো যায়নি বউকে। প্রতীকী ছবি। Photo -Representative
advertisement
5/5
পুলিশ দুই পক্ষকে থানায় ডেকে মধ্যস্থতার চেষ্টা করে। অনেক বোঝানোর পরে দুপক্ষই রাজি হয়, তাঁদের উপহার এবং পণ ফিরিয়ে দিতে। তারপরে বরপক্ষ কনেকে ছাড়াই ফিরে আসে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Wedding night secret: ফুলসজ্জার রাতে বরের ‘আসল রূপ’ দেখে চক্ষু চড়কগাছ বউয়ের! এল পুলিশ, ফাঁস গোপন কথা