বজরঙ্গবলি এক তুমুল শক্তির অন্য নাম, হনুমান জয়ন্তিতে চল্লিশা পাঠে আসে বড় সাফল্য
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তিনি জীবের সকলকামনা বাসনা পূরণ করতে সক্ষম হন
advertisement
1/5

আজ অর্থাৎ বুধবার হনুমান জয়ন্তি ৷ রামভক্ত পবনপুত্র হনুমানের জন্মদিন ৷ হিন্দুশাস্ত্র মতে বজরঙ্গবলি এমন এক শক্তি যার প্রভাবে সংসারে শান্তি উত্তর উত্তর বৃদ্ধি পায়
advertisement
2/5
অঞ্জনা সূত বজরঙ্গবলি সঙ্কটমোচক ৷ তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কিচু করতে হয়না ? তিনি অল্পতেই সন্তুষ্ট ৷
advertisement
3/5
সংসারের সব থেকে মঙ্গলময় রূপ তিনিই ৷ তাঁর সিংহ গর্জনে ত্রিভুবন কাঁপে ৷ একমাত্র বজরঙ্গবলির সেবায় সমস্ত কিছু পাওয়া সম্ভব ৷
advertisement
4/5
শ্রীরামচন্দ্রের পরমভক্ত, ত্রিলোকে তাঁর সমান কেউ নেই বীর কেউই ৷ ভক্তদের সমস্ত আশা আকাঙ্খা পূরণ করেন তিনিই ৷
advertisement
5/5
শ্রীরামভক্ত তাঁর সেবা দিয়েই প্রভুকে সন্তুষ্ট করেছেন ৷ শ্রীরামচন্দ্র তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে বলেছেন হনুমান ভাই ভরতের মত মহান ও ভক্তির কোনও সীমা বা পরিসীমা নেই হনুমানের ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বজরঙ্গবলি এক তুমুল শক্তির অন্য নাম, হনুমান জয়ন্তিতে চল্লিশা পাঠে আসে বড় সাফল্য