TRENDING:

সবে উড়তে যাবে বেঙ্গালুরুগামী বিমান, ছড়িয়ে পড়ল এমন এক তীব্র গন্ধ...! সিট ছেড়ে উঠে পড়লেন সবাই

Last Updated:
Flight: বিমানবন্দরে বেঙ্গালুরুগামী ইনডিগো ফ্লাইটে রহস্যজনক গন্ধ ছড়িয়ে পড়তেই ছড়ায় আতঙ্ক। যা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন—এই গন্ধ কেবল প্রযুক্তিগত বিভ্রাট, না কি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র?
advertisement
1/7
সবে উড়তে যাবে বেঙ্গালুরুগামী বিমান, ছড়িয়ে পড়ল এমন এক তীব্র গন্ধ...! সিট ছেড়ে উঠে পড়ল সবাই
ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রানওয়ে জুড়ে এক অদৃশ্য চাপা উত্তেজনা। যাত্রীরা একে একে বোর্ডিং পাশ নিয়ে উঠে পড়ছিলেন বেঙ্গালুরুগামী ইনডিগো ফ্লাইটে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল, আর মাত্র কয়েক মিনিট, আকাশ ছোঁয়ার পালা—তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। (Photo: AI Generated Representative Image)
advertisement
2/7
বিমান উড়তে যাবে, ঠিক সেই সময় ভিতরে হঠাৎ ছড়িয়ে পড়ল এক রহস্যময় গন্ধ—তীব্র, ঝাঁঝালো, যেন পেট্রোল বা কেরোসিনের মতো! প্রথমে একজন যাত্রী নাক কুঁচকে তাকালেন, তারপর একজন, আরেকজন... কয়েক মুহূর্তেই গন্ধ ছড়িয়ে পড়ল গোটা কেবিনে। (Photo: AI Generated Representative Image)
advertisement
3/7
ক্রুদের চোখে আতঙ্ক। যাত্রীদের মুখে গুঞ্জন। যাত্রার ঠিক আগেই যেন বায়ু ছেঁড়ে বেরিয়ে এল এক অদৃশ্য বিপদ। কে আনল এই গন্ধ? কেনই বা এমন গন্ধ একেবারে উড়ানের আগে? কেবল প্রযুক্তিগত গ্লিচ, নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প? (Photo: AI Generated Representative Image)
advertisement
4/7
বিমানটি সকাল ১০:৪৫-এ প্রয়াগরাজ বিমানবন্দরে অবতরণ করে এবং সকাল ১১:৩৫-এ বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু টেক-অফের ঠিক আগে যাত্রীরা বিমানের ভিতরে পেট্রোলজাতীয় তীব্র গন্ধ পান। (Photo: AI Generated Representative Image)
advertisement
5/7
তৎক্ষণাৎ তাঁরা কেবিন ক্রুদের বিষয়টি জানান। ক্রুরা ঘটনাটি বিমান সংস্থার ম্যানেজমেন্টকে অবহিত করেন, এবং এরপর প্রযুক্তিগত দল এসে তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। (Photo: AI Generated Representative Image)
advertisement
6/7
তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, বিমানটি সেই মুহূর্তে উড়ানের উপযুক্ত নয়, তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইটটি বাতিল করে ইনডিগো। সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক বিমান দুর্ঘটনার পরে, বিমান সংস্থাগুলি এবং কর্তৃপক্ষ ফ্লাইট ফিটনেস নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, আর সেই প্রেক্ষিতেই এই দ্রুত পদক্ষেপ। (Photo: AI Generated Representative Image)
advertisement
7/7
ইনডিগো এয়ারলাইন এক বিবৃতিতে জানিয়েছে— “আমরা যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিই। এই ঘটনার জন্য আমরা দুঃখিত এবং প্রভাবিত যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” (Photo: AI Generated Representative Image)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সবে উড়তে যাবে বেঙ্গালুরুগামী বিমান, ছড়িয়ে পড়ল এমন এক তীব্র গন্ধ...! সিট ছেড়ে উঠে পড়লেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল