TRENDING:

মহাদেবের পুজোয় সংসারের সব থেকে বড় বিপর্যয় কাটে, জীবনে সমৃদ্ধি আসে নিমেষেই

Last Updated:
advertisement
1/6
মহাদেবের পুজোয় সংসারের সব থেকে বড় বিপর্যয় কাটে, জীবনে সমৃদ্ধি আসে নিমেষেই
নতুন বছরের জানুয়ারি মাসে একাধিক উৎসব রয়েছে ৷ আজ অর্থাৎ বুধবার শুক্রপ্রদোষ ব্রত পালন করছেন ধর্মপ্রাণ মানুষেরা ৷
advertisement
2/6
ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন বিভিন্ন রকমের সমস্যার হাত থেকে রক্ষা পেতে ভগবান শিব বা মহাদেবের পুজো করে থাকেন ৷
advertisement
3/6
শাস্ত্রমতে মহাদেবের নামে কৃচ্ছসাধন করলেই সকল মনষ্কামনা পূরণ হয় ৷ এছাড়াও এই মাসে আরও অনেক উৎসব রয়েছে ৷
advertisement
4/6
আগামী ১৩ জানুয়ারি সঙ্কটি সোমবারের ব্রতপালন করবেন ৷ মূলত চতুর্থী তিথিতে এই ব্রত পালন করতে হয় ৷ একে মাঘী চতুর্থীও বলা হয়ে থাকে ৷ মায়ের সন্তানের দীর্ঘ জীবন কামনায় এই ব্রত পালন করে থাকেন ৷
advertisement
5/6
মকর সংক্রান্তির একদিন আগে পৌষ সংক্রান্তির একদিন আগের রাতে পালন করা হয় এই উৎসব ৷ প্রকৃতির উপহার অর্থাৎ ফসল ফলানোর জন্য ধন্যবাদ জানানো হয় ৷ এইদিনের রাতে লোরহি পালন করা হয় ৷ তিল ও ভুট্টার তৈরি জিনিসপত্র আগুনে আহুতি দেওয়া হয় ৷
advertisement
6/6
মহিলা ও পুরুষ পঞ্জাবিতে লোকগীতি গাইতে থাকেন ৷ সবই একে অপরের কাপড়ে দিকে নজর দিতে থাকেন ৷ রাত্রিবেলায় ঢোল নাগারা ভাল ফসলের জন্য পুজো ও নানাবিধ উৎসর্গ করে থাকেন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মহাদেবের পুজোয় সংসারের সব থেকে বড় বিপর্যয় কাটে, জীবনে সমৃদ্ধি আসে নিমেষেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল