The creature that never dies:মৃত্যু নেই, ঘুরিয়ে দিতে পারে বয়সের চাকা, চিনে নিন পৃথিবীর একমাত্র অমর প্রাণীকে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? এ তো চির সত্য! জন্মের মতোই মৃত্যুও অনিবার্য! কিন্তু পৃথিবীতে এমন একটিই প্রাণী আছে, যে প্রায় অমরত্ব লাভ করেছে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। নাম তার ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ।
advertisement
2/5
ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, প্রাণীবিদদের দেওয়া নামে টারিটোপসিস ডোরনি। জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে ‘অমর জেলিফিশ' বলা হয়। আক্ষরিক অর্থেই কিন্তু এরা নিজেদের প্রায় ‘অমর' করে রেখেছে। মৃত্যুর কোনরকম আশঙ্কা থাকলে, এর বার্ধক্যের উল্টো পথ ধরে।
advertisement
3/5
ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন, যদি এই জেলিফিশের শরীরের কোনও অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা ‘পলিপ' দশা-এ চলে যায়। চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স।
advertisement
4/5
এই সময়ের মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি এবং বয়স একদম কমিয়ে ফেলে। এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে।
advertisement
5/5
তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমেরিকার ম্যাসাচুসেটস-এর এক বৈজ্ঞানিক জানান, কোষের রূপান্তরের মাধ্যমে এই জেলিফিশ নিজেদের বয়স পিছিয়ে দিতে পারে। সে দিক থেকে রিজেনারেটিং ফ্ল্যাটওয়ার্মও অমর। এদের শরীরের কোনও অংশ কেটে দু-টুকরো করে দিলে দুটো পৃথক ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যায়। শরীরের বয়স হলেও স্টাডি টার্টলদের ক্ষেত্রেও অর্গ্যানের বয়স কিন্তু বাড়ে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
The creature that never dies:মৃত্যু নেই, ঘুরিয়ে দিতে পারে বয়সের চাকা, চিনে নিন পৃথিবীর একমাত্র অমর প্রাণীকে