TRENDING:

Longest Working Hour: কোন দেশের মানুষ সবচেয়ে বেশিক্ষণ কাজ করে? কর্মসময়ের নিরিখে ভারত কোথায়? চমকে যাবেন উত্তরে!

Last Updated:
Longest Working Hour: কর্মসময় অনুযায়ী দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। সবথেকে বেশিক্ষণ কাজ করেন কারা? সবচেয়ে কম সময় একটানা কাজ করেন কারা? কোন ১০টি দেশে দীর্ঘতম কর্মসময় রয়েছে? দেখুন এক নজরে।
advertisement
1/13
কোন দেশের মানুষ সবচেয়ে বেশিক্ষণ কাজ করে? কর্মসময়ের নিরিখে ভারত কোথায়? চমকে যাবেন
সম্প্রতি ২০২৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) রিপোর্ট প্রকাশ পেয়েছে। যেখানে গোটা পৃথিবীর দেশগুলির কর্মসময় (Working Hour) নিয়ে আলোচনা করা হয়েছে। কোন দেশে চাকুরিজীবীরা কত ঘণ্টা একটানা কাজ করেন জানেন? ভারতেই বা সপ্তাহে কতক্ষণ কাজ করেন মানুষ?
advertisement
2/13
কর্মসময় অনুযায়ী দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। সবথেকে বেশিক্ষণ কাজ করেন কারা? সবচেয়ে কম সময় একটানা কাজ করেন কারা? কোন ১০টি দেশে দীর্ঘতম কর্মসময় রয়েছে? দেখুন এক নজরে।
advertisement
3/13
মেক্সিকো- ১০ নম্বরে রয়েছে মেক্সিকো। এই দেশে প্রতি সপ্তাহে গড় কর্মসময় ৪২.৭ ঘণ্টা।
advertisement
4/13
নাইজেরিয়া- ৯ নম্বরে রয়েছে নাইজেরিয়া। এই দেশে গোটা সপ্তাহে গড়ে ৪৩.৪ ঘণ্টা কাজ করেন মানুষ।
advertisement
5/13
তুরস্ক- ৮ নম্বরে রয়েছে তুরস্ক। প্রতি সপ্তাহে গড়ে ৪৩.৭ ঘণ্টা কাজ করেন এই দেশের বাসিন্দারা।
advertisement
6/13
আলজেরিয়া- ৭ নম্বরে আলজেরিয়া। প্রতি সপ্তাহে গড়ে ৪৪ ঘণ্টা কাজ করেন আলজেরিয়ার চাকুরিজীবীরা।
advertisement
7/13
চিন- ৬ নম্বরে রয়েছে চিন। এই দেশে প্রতি সপ্তাহে গড় কর্মসময় ৪৫ ঘণ্টা।
advertisement
8/13
মিশর- ৫ নম্বরে রয়েছে মিশর। প্রতি সপ্তাহে গড়ে ৪৫.৫ ঘণ্টা কাজ করেন এই দেশের বাসিন্দারা।
advertisement
9/13
বাংলাদেশ- ৪ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই দেশে গোটা সপ্তাহে গড়ে ৪৫.৮ ঘণ্টা কাজ করেন মানুষ।
advertisement
10/13
ভারত- ৩ নম্বরে রয়েছে ভারত। এই দেশে প্রতি সপ্তাহে গড় কর্মসময় ৪৬ ঘণ্টা।
advertisement
11/13
পাকিস্তান- ২ নম্বরে রয়েছে পাকিস্তান। এই দেশে প্রতি সপ্তাহে গড় কর্মসময় ৪৬.৬ ঘণ্টা।
advertisement
12/13
সংযুক্ত আরব আমিরশাহী- ১ নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। প্রতি সপ্তাহে গড়ে ৫২ ঘণ্টা কাজ করেন আলজেরিয়ার চাকুরিজীবীরা।
advertisement
13/13
সবচেয়ে কম কর্মসময়যুক্ত দেশ কোনটি? দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত ৮০টি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন প্রজাতন্ত্র ভানুয়াতু। প্রতি সপ্তাহে গড় কর্মসময় ২৪.৭ ঘণ্টা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Longest Working Hour: কোন দেশের মানুষ সবচেয়ে বেশিক্ষণ কাজ করে? কর্মসময়ের নিরিখে ভারত কোথায়? চমকে যাবেন উত্তরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল