TRENDING:

কৌশিকী অমাবস্যায় দূর হোক সমস্ত কুঅভ্যাস, দূর হোক ষড়রিপু

Last Updated:
advertisement
1/15
কৌশিকী অমাবস্যায় দূর হোক সমস্ত কুঅভ্যাস, দূর হোক ষড়রিপু
সতীর বাহান্নপীঠের অন্যমত তারাপীঠ যেখানে সতীর পা পড়েছিল ৷ মায়ের ভক্তদের কাছে ভক্তির অন্যতম পীঠস্থান তারাপীঠ ৷ সেই তারাপীঠই জন্মদিয়েছে তারা মায়ের পরম সাধক বামাক্ষ্যাপার ৷
advertisement
2/15
তারা মায়ের কাছে আজ অর্থাৎ কৌশিকী অমাবস্যায় প্রার্থনা করুন যাতে যাবতীয় মনের খারাপ বা কুস্বভাব দূর করে গঠনমূলক, সৃজনশীল, ইতিবাচক করে তুলতে ৷
advertisement
3/15
আমবস্যায় মায়ের আরাধনা, আমবস্যা অর্থাৎ ঘোর অন্ধকার অন্ধকারে প্রদীপ জেলে গীতা পাঠ করে তেমনই সেই প্রদীপের আলোতেই দলিল জাল করা হয় ৷ মায়ের কাছে কৌশিকী অমাবস্যায় দূর হোক যাবতীয় মনের কালিমা ৷ নিজের খারাপ সমস্ত রিপুকে আজই মায়ের কাছে বলিদান করুন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/15
মায়ের কাছে আজই বলি দিন ষড়রিপুর কী সেই ৬ রিপু ? কাম, ক্রোধ, মায়া, মোহ, মদ, আনন্দ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/15
পশুহত্যা কখনই সমর্থন যোগ্য নয় ৷ তবে একবার জেনে নেওয়া যাক কেন পশু সহ বিভিন্ন প্রকারের বলির দেওয়া হয় মায়ের সামনে ৷
advertisement
6/15
কাম : মনে করা হয় পাঁঠা কামনার প্রতীক তাই মায়ের সামনে পাঁঠা বলি দিয়ে মনের যাবতীয় কামনা বাসনা বিসর্জন দেওয়ার উদ্দেশেই মায়ের সামনে পাঁঠার বলি দেওয়া হয় ৷
advertisement
7/15
ক্রোধ : মায়ের সামনে ক্রোধ বলি দেওয়া হয় কেননা রাগ যতক্ষণ মনে পুষে রাখা ক্রোধ বা রাগের বিসর্জন দেওয়া ৷
advertisement
8/15
মায়া : শাঁসাল ও সরেস ডাব মায়ের পায়ে অর্পণ তকরে প্রতিশ্রুতি দেওয়া হয় মায়াকে আধিক্য না দেওয়ার ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/15
মোহ : বাতাবি লেবু বা চালকুমড়ো বলি দিয়ে মায়ের কাছে আমাদের প্রার্থনা একটাই মাগো সমস্ত মোহ দূর করে মোহমুক্ত মানুষে পরিণত করতে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/15
মদ : আখ বলি দিয়ে আসলে মায়ের কাছে আমরা মদ সহ যেকোনও খারাপ আসক্তি থেকে মুক্ত থাকার চেষ্টায় বলি দিয়ে থাকি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
11/15
আনন্দ : আনন্দে থাকা খুব ভাল তবে সেই আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, সেই দিকেই খেয়াল রাখতে হবে ৷
advertisement
12/15
এই আগুনেই জ্বলে পুড়ে শেষ হোক যাবতীয় সব কু ৷
advertisement
13/15
পুজো উপলক্ষে মায়ের ভোগ নিবেদন ৷
advertisement
14/15
আজ থেকেই শুরু হোক এক নতুন জীবন ৷ মায়ের পায়ের জবা হয়ে ফুটুক আমাদের সব খুশির এক রঙ ৷
advertisement
15/15
আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির চত্বরে সকাল থেকে ভিড় ভক্তদের ৷ এই ভাবেই মা আনন্দময়ী সবার জীবনে নিয়ে আসুক আনন্দের ছোঁয়া ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কৌশিকী অমাবস্যায় দূর হোক সমস্ত কুঅভ্যাস, দূর হোক ষড়রিপু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল