TRENDING:

Maa Sarada Birthday: মা সারদার মূল্যবান কানের দুল আপনার ড্রেসিং টেবিলে আছে! পৃথিবীর সমস্ত সুখ-শান্তি থাকবে হাতের মুঠোয়

Last Updated:
Maa Sarada Birthday: মা সারদা, গুরুপত্নী নন, মুখে বলা মা বা পাতানো মা নন, তিনি সত্যিকারের
advertisement
1/13
মা সারদার মূল্যবান কানের দুল আপনার ড্রেসিং টেবিলে আছে! থাকলেই পৃথিবীর সেরা ধনী
আজ থেকে ১৭০ বছর আগে বাঁকুড়ার জয়রামবাটিতে জগজ্জননী সারদা মায়ের জন্ম হয়েছিল ৷ সেই দিনের সেই ছোট্ট সারদামণির যে জগতের মা হয়ে উঠবেন সেই সময় অনেকেই ভাবতে পারেন নি ৷ ফাইল ছবি ৷
advertisement
2/13
সারদা মা হলেন করুণার এক অপার সাগর, তিনি সতেরও মা অসতেরও মা ৷ মা বলতেন সবাই আমার সন্তান ৷ ফাইল ছবি ৷
advertisement
3/13
তাঁর সন্তানের যদি গায়ে ধুলোবালি লেগে থাকে তবে তাঁকেই মুছিয়ে পরিষ্কার করতে হবে ৷ অর্থাৎ সন্তানের মধ্যে কোনও কুপ্রবৃত্তি বাসা বাঁধলে তাকে দূরে সরিয়ে না দিয়ে গোড়া থেকে খারাপ প্রবৃত্তিকে নষ্ট করতে হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/13
মা সারদা ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী হয়ে কামারপুকুরের বাড়িতে গিয়েছিলেন তখন আস্তে আস্তে করে সবাই মাতৃভক্ত হতে শুরু করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/13
নরেন, আমজাদ-সহ মায়ের ছেলেরা এতটাই মাতৃনির্ভর হয়ে পড়েন যে সন্তানের যত্ন নিতে মা সারাদিন অতিবাহিত করেন ৷ মা ছাড়া যেন তাঁদের পৃথিবী ছিল অন্ধকার ৷ ফাইল ছবি ৷
advertisement
6/13
এরপরে যখন গাদাধর চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের সেবার জন্য আসেন সারদা মাকে নিয়ে তখন মা সারদাই করুণাময়ী রানি রাসমণির স্বপ্নের দক্ষিণেশ্বরকে এক আলাদা ধর্মীয় স্থান বা পীঠস্থানে পরিণত করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/13
মায়ের বাগবাজারের বাড়ির সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরেও ছেলেরা এসে মা সারাদিন ধরে মা মা করতেন ৷ মা সারদা সেই জন্যই বলেছিলেন গুরুপত্নী নয়, পাতানো মাও না, তিনি সত্যিকারের মা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/13
দয়া, মায়া, মহানুভবতার এক বড় উদাহরণ মা সারদা তিনি জগদ্ধাত্রী, তিনি স্বয়ং মা সরস্বতী অবশ্যই মা লক্ষ্মীর এক রূপ ৷ ফাইল ছবি ৷
advertisement
9/13
স্বামী বিবেকানন্দ সারদা মাকে এক অন্যভাবে অবিষ্কার করেছিলেন, ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণকে যদি রাজহাঁসের সঙ্গে তুলনা হয় তেমনই মা সারদাকে সারা পৃথিবীর যত ভাল কিছু সৃষ্টি আছে সেই সৃষ্টির স্রষ্টা বলেও মনে করা হয় ৷ ফাইল ছবি ৷
advertisement
10/13
সমাজ জীবনে বা প্রতিদিনের জীবনে আমার যে স্কুলে পড়ি সেই স্কুলের বড়দিদি হলেন মা সারদা ৷ তিনি তাঁর সন্তানদের এমন কিছু অলঙ্কার দিয়ে গিয়েছেন যা সত্যিকারেই প্রতিটি মুহূর্তে কাজে লাগে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/13
মা সারদা সবাইকে দিয়েছেন এক বহুমূল্য কানের দুল ৷ সেটি সোনা, রূপা বা প্ল্যাটিনামে তৈরি নয়, কিন্তু আজ পর্যন্ত কারোর সেই মূল্য চোকানো সম্ভব হয়নি ৷ ফাইল ছবি ৷
advertisement
12/13
মা যে কানের দুল দিয়ে গিয়েছেন সেটি হল অন্যের সম্পর্কে খারাপ কথা না শোনা, শুনলেও সেটিকে যাচাই না করে বিশ্বাসও না করা ৷ মা বলতেন সবাই ভাল, সবাইকে নিজের মনের মত করে গড়ে নিতে হয় ৷ ফাইল ছবি ৷
advertisement
13/13
সারদা মা এমনই এক কানের দুল উপহার দিয়েছেন যা সত্যি সত্যি প্রতিটি মানুষের পথ চলার পাথেয় ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Maa Sarada Birthday: মা সারদার মূল্যবান কানের দুল আপনার ড্রেসিং টেবিলে আছে! পৃথিবীর সমস্ত সুখ-শান্তি থাকবে হাতের মুঠোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল