মন্দিরের ভিতরে খোঁড়া হচ্ছিল, এমন সময় মাটির নীচ থেকে 'অদ্ভুত শব্দ'...! উঁকি দিতেই জ্ঞান হারাল সবাই
- Published by:Tias Banerjee
Last Updated:
Temple: মন্দিরের ভিতর খোঁড়া হচ্ছিল, তখনই মাটির নীচ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। তার পর যা দেখা যায়, তাতে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। এমনকি কিছু মানুষ ভিতরে তাকাতেই অজ্ঞান হয়ে যান!
advertisement
1/7

মন্দিরের ভিতর খোঁড়া হচ্ছিল, তখনই মাটির নীচ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। তার পর যা দেখা যায়, তাতে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। এমনকি কিছু মানুষ ভিতরে তাকাতেই অজ্ঞান হয়ে যান!
advertisement
2/7
শ্রী বালাজি মন্দির কমপ্লেক্স-এ খাটু শ্যাম বাবার পূজা করা হয়, তাই এই মন্দিরকে খাটু শ্যাম মন্দিরও বলা হয়। সম্প্রতি, মন্দিরের ভিতরে খাটু শ্যাম ও হনুমানজির প্রতিমা স্থাপন করার জন্য খননকাজ চলছিল। ঠিক তখনই, মাটির তলায় কোনও কিছুতে আঘাত লেগে একটা শব্দ হয়।
advertisement
3/7
দেখা যায় একটি ছোট পিতলের বাক্স! কী আছে তাতে? খুলতেই চক্ষু চড়কগাছ সকলের! এ কী কাণ্ড? এমনও হয়? স্বপ্ন নয় তো? লখিমপুরের সিঙ্গাহি খুর্দ এলাকায় শোরগোল পড়ে যায়।
advertisement
4/7
বাক্সটি খোলার পর দেখা যায়, এর ভিতরে রাম দরবার, হনুমানজি ও অন্যান্য দেবদেবীর পিতলের মূর্তি রয়েছে। সেই সঙ্গে পাওয়া যায় বেশ কিছু পুরনো মুদ্রা। আরও কী মিলল জানেন?
advertisement
5/7
বাক্স থেকে ত্রিশূল, লক্ষ্মী, গণেশ, দুর্গার মূর্তি, রূপার বালাজির মূর্তি, পাঁচটি গদা, পাঁচটি শালগ্রাম শিলা, এবং ১৯২০ ও ১৯৪০ সালের নয়টি পুরনো মুদ্রা উদ্ধার করা হয়।
advertisement
6/7
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন্দিরে মানুষের ঢল নামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে পাওয়া মুদ্রা ও দেবমূর্তিগুলি মন্দিরেই রেখে দেয় এবং পুরোহিতের তত্ত্বাবধানে সংরক্ষণ করে।
advertisement
7/7
মন্দিরের পুরোহিত সর্বেশ মিশ্র জানান, উদ্ধার হওয়া প্রতিমা ও মুদ্রাগুলি অত্যন্ত পুরনো বলে মনে হচ্ছে।ই ঘটনা নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে, এবং উৎসুক ভক্তদের ভিড় ক্রমেই বাড়ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মন্দিরের ভিতরে খোঁড়া হচ্ছিল, এমন সময় মাটির নীচ থেকে 'অদ্ভুত শব্দ'...! উঁকি দিতেই জ্ঞান হারাল সবাই