Taxi-তো ইংরেজি শব্দ, বলুন তো , এর বাংলা কী? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
What is the Bengali meaning of Taxi: ট্যাক্সির বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। ৯৯ শতাংশ লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না।
advertisement
1/7

আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও দেশের ভাষা থেকে তা গৃহীত হয়েছে।
advertisement
2/7
তারমধ্যে অন্যতম হল ট্যাক্সি। পরিহবহণের ক্ষেত্রে ট্যাক্সি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাপ ক্যাবের যুগে ট্যক্সির চাহিদা কমলেও তা হারিয়ে যায়নি।
advertisement
3/7
কিন্তু এই TAXI-র বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। ৯৯ শতাংশ লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না।
advertisement
4/7
ইংরাজি ভাষায় ট্যাক্সি শব্দটি আমাদের লোকমুখে ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে। বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়।
advertisement
5/7
ইংরাজিতে Taxi শব্দের একটি ইতিহাস রয়েছে। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে। এছাড়া আরও একটি ব্যাখ্যা রয়েছে।
advertisement
6/7
উইকিপিয়ার তথ্য অনুযায়ী, এই শব্দে tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া। আর মিটার দেখে ভাড়া দেওয়া হয় বলে 'Tax Meter'। সেখান থেকে TAXI।
advertisement
7/7
বাংলা অনুবাদে, ট্যাক্সি শব্দের অর্থ ভাড়ায় খাটা কোনও ইঞ্জিনচালিত গাড়ি। তবে এর সুনির্দিষ্ট কোনও বাংলা শব্দ অনুবাদে নেই। তাই ট্যাক্সিই ব্যবহৃত হয়ে আসছে।