TRENDING:

Tips To Buy Tatkal Ticket| Indian Railways: বুকিং লাইনে দাঁড়িয়ে নাজেহাল? IRCTC-তে তৎকাল টিকিট কাটার সময় খেয়াল রাখুন এই কয়েকটি নিয়ম...

Last Updated:
Tips To Buy Tatkal Ticket| Indian Railways: নিয়মকানুন (IRCTC)সঠিক না জেনে তৎকাল টিকিট কাটতে গিয়ে ঝামেলা পোহাতে হয় অনেককেই। জেনে নিন বুকিং পাওয়ার এই কয়েকটি সহজ টিপস।
advertisement
1/10
বুকিং লাইনে দাঁড়িয়ে নাজেহাল? তৎকাল টিকিট কাটার সময় খেয়াল রাখুন এই কয়েকটি নিয়ম...
শীতকাল মানেই বেড়ানোর মরশুম। আর এই মরশুমে বেড়ানোর জন্য টিকিট কাটতে হয় বেশ কিছুটা সময় আগে থেকেই। কিন্তু এমনও হয় বেড়ানোর প্ল্যান হল বেশ হঠাৎ করেই। তখন ভরসা শুধু তৎকাল টিকিটেই। কিন্তু নিয়মকানুন সঠিক না জেনে তৎকাল টিকিট কাটতে গিয়ে ঝামেলা পোহাতে হয় অনেককেই।
advertisement
2/10
টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দিতে হয়। তারপরেও তৎকাল টিকিট পাবেন কিনা, সেই বিষয়ে নিশ্চয়তা নেই। মুষ্টিমেয় তৎকাল টিকিটে ভাগ্যে শিঁকে ছিঁড়বে কিনা সেই নিয়ে ভাবনা চলতেই থাকে আম আদমির।
advertisement
3/10
জানিয়ে রাখা যাক একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই তৎকাল রিজার্ভেশন এসি কোচের জন্য সকাল ১০টা থেকে শুরু হয়। একই সময়ে, নন-এসি কোচের জন্য বুকিং শুরু হয় সকাল ১১টায়। কিন্তু তৎকাল রিজার্ভেশন পাওয়া এত সহজ নয়।
advertisement
4/10
একটি ছোট আসনের জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় আপনি টিকিটের জন্য বিবরণ লিখছেন হয়তো, দেখা গেল তখনই টিকিট শেষ হয়ে গিয়েছে। আপনাকে ফিরতে হল খালি হাতে।
advertisement
5/10
এটা তো গেল অফলাইনের কথা। অনলাইনেও একই বিষয় রয়েছে। তৎকাল টিকিট কাটার সময় যাত্রীর বিবরণ সহ ক্যাপচা কোড লিখতে হয়। ফলে সময় অনেক চলে যায়।
advertisement
6/10
এই অবস্থায় সহজ একটি পদক্ষেপ রয়েছে। যাতে সহজ ভাবেই সকলে তৎকাল টিকিট বুক করতে পারবেন অতি অল্প সময়ে। আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ তাৎক্ষণিক টিকিট বুক করা অনেক সহজ। এর জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। চালু হতেই যাত্রীরা অভিযোগ করেন, লোকাল ট্রেনের ভাড়া বাড়েনি তবে তিনগুণ ভাড়ায় চালানো হচ্ছে মেমু ও প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
7/10
আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে অনেকেই নিজের এবং তাঁর পরিচিতদের বিবরণ আগে থেকেই লিপিবদ্ধ করে রাখেন। টিকিট বুকিংয়ের সময়ে এতেই সুবিধা হয়।  সময় অনেক কম লাগে। ঝটপট কাজ এগোয়।
advertisement
8/10
যেটা মনে রাখতে হবে এক্ষেত্রে, সেটা হল আপনি তৎকাল টিকিট বুকিংয়ের সময়ে ট্রেন এবং ক্লাস নির্বাচন করুন। এরপরে যখন যাত্রীর বিবরণ চাওয়া হবে, তখন ed Existing-এ ক্লিক করুন।
advertisement
9/10
এখানে সংরক্ষিত যাত্রীর প্রোফাইল আপনার সামনে উপস্থিত হবে। আপনি যাঁদের জন্য টিকিট বুক করতে চান তাঁদের নির্বাচন করুন।
advertisement
10/10
এর পরে আপনাকে ঠিকানা দিতে হবে এবং পেমেন্ট মোডে যেতে হবে। সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI-এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করুন। আপনার টিকিট বুক হয়ে হয়ে যাবে ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tips To Buy Tatkal Ticket| Indian Railways: বুকিং লাইনে দাঁড়িয়ে নাজেহাল? IRCTC-তে তৎকাল টিকিট কাটার সময় খেয়াল রাখুন এই কয়েকটি নিয়ম...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল