Swami Vivekananda: নরেন্দ্রনাথ থেকে হঠাৎ স্বামী বিবেকানন্দ! কে তাঁকে দিলেন এই 'স্বামী বিবেকানন্দ' নামটি? শুনে কিন্তু চমকে উঠবেন, গর্বও হবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Swami Vivekananda: নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের নাম নেওয়ার পেছনের গল্পটি খুবই মজার। এ ঘটনা তার যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে জড়িত।
advertisement
1/6

স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। কিন্তু যে নাম দিয়ে তিনি দেশে বিদেশে পরিচিতি তৈরি করেছিলেন, সেই বিবেকানন্দ নামটি তিনি অনেক পরে পেয়েছেন। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ নাম পরিবর্তনের গল্পটি খুবই অনন্য।
advertisement
2/6
নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের নাম নেওয়ার পেছনের গল্পটি খুবই মজার। এ ঘটনা তার যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে জড়িত। স্বামী বিবেকানন্দ আমেরিকায় অনুষ্ঠিত ধর্ম সংসদে হিন্দি ভাষায় বক্তৃতা শুরু করেছিলেন। 'আমেরিকা কে ভাইয়ো অর বেহনো' বলার সঙ্গে সঙ্গেই তিনি সবার মন জয় করে নেন।
advertisement
3/6
স্বামীজি যখন ভারতীয় ধর্ম ও দর্শন নিয়ে কথা বললেন সেই সম্মেলনে, সেখানে উপস্থিত সকলেই তাঁর বক্তৃতা শুনে অবাক হয়ে গেলেন। এর কারণ এই যে, এত অল্প বয়সে ভারতীয় ধর্ম ও দর্শন নিয়ে এত জোরদার বক্তৃতা আর কেউ কখনও দেননি।
advertisement
4/6
স্বামী বিবেকানন্দের বক্তৃতার পর শিকাগোর আর্ট ইনস্টিটিউট পুরো দুই মিনিট করতালির শব্দে ভরে গিয়েছিল। স্বামীজির এই ভাষণ আজও স্মরণীয় হয়ে আছে। শুধু তাই নয়, এটি ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসেবে পরিচিত।
advertisement
5/6
কিন্তু জানেন কি, স্বামী বিবেকানন্দের আমেরিকা যাওয়ার টাকাই ছিল না। তার আমেরিকা ভ্রমণের পুরো খরচ রাজপুতানার ক্ষেত্রী রাজা অজিত সিং বহন করেন। তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজিকে স্বামী বিবেকানন্দের নামটি দিয়েছিলেন।
advertisement
6/6
বিখ্যাত ফরাসি লেখক রোমেন রোল্যান্ডও তাঁর বই 'দ্য লাইফ অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেল'-এ এই বিষয়টি উল্লেখ করেছেন যে ১৮৯১ সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে যাওয়ার জন্য স্বামীজি শুধুমাত্র রাজার পরামর্শে এই নামটি গ্রহণ করেছিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Swami Vivekananda: নরেন্দ্রনাথ থেকে হঠাৎ স্বামী বিবেকানন্দ! কে তাঁকে দিলেন এই 'স্বামী বিবেকানন্দ' নামটি? শুনে কিন্তু চমকে উঠবেন, গর্বও হবে