Surprising: ভারতের এই গ্রামে শুধুই পুরুষেরা থাকে, নেই কোনও মহিলা, কারণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ! ভারতের আনাচে-কানাচে এত চমক, সত্যিই অবাক হতে হয়! যেমন, বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। এ গ্রামে শুধু পুরুষদেরই বাস।
advertisement
2/5
গোটা গ্রামে শুধু পুরুষররাই থাকেন। এই গ্রামে নেই কোনও নারী। এই গ্রামের পুরুষেরা কখনও বিয়েও করেন না। চিরকুমার থাকেন।
advertisement
3/5
তবে, বারওয়ান কালা গ্রামের পুরুষেরা যে বিয়ে করতে চান না, তা নয়। আসলে কোনও মহিলা এই গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না। গত ৫০ বছরে কোনও নারী এই গ্রামের কোনও পুরুষকে বিয়ে করতে রাজি হননি। ফলে এ গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান।
advertisement
4/5
কিন্তু কেন কোনও মহিলা এ গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না? আসলে, বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা গ্রাম। পাহাড়ে চড়াই পথে পাথর কেটে, জঙ্গল কেটে কোনওক্রমে যাতায়াতের একটি পথ বানিয়ে নিয়েছেন গ্রামবাসীরাই। সেই পথ ধরেই যাতায়াত করতে হয় এই প্রত্যন্ত গ্রামে। সেখানে বসবাসের ন্যূনতম পরিকাঠামোরও অভাব রয়েছে। পুরুষেরা কোনওক্রমে যদি বা থেকে যান, মহিলাদের পক্ষে এই গ্রামে থাকা এককথায় অসম্বব।
advertisement
5/5
তাই কোনও মহিলা বা তাঁর পরিবার এই গ্রামের কোনও পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চান না। তাই এ গ্রাম বিয়ে হয় না। এর মধ্যে একটি ব্যতিক্রম আছে। ২০১৭ সালে এ গ্রামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে নিয়ে গ্রামে এসেছিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Surprising: ভারতের এই গ্রামে শুধুই পুরুষেরা থাকে, নেই কোনও মহিলা, কারণ জানলে চোখ কপালে উঠবে