Superstition Vs Scientific Fact: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যায় গাড়ি, এ তো গেল কুসংস্কার, আসল বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান! বিড়াল রাস্তার পাড় করে চলে গেলে পথচলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যান! এই প্রথা চলে আসছে সেই কোন যুগ থেকে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর পিছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো জানেন কি?
advertisement
1/6

বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান! বিড়াল রাস্তার পাড় করে চলে গেলে পথচলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যান! এই প্রথা চলে আসছে সেই কোন যুগ থেকে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর পিছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো জানেন কি?
advertisement
2/6
আগে কার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত৷ গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হত। সেই রেওয়াজই নাকি পরবর্তীকালে কুসংস্কারে পরিণত হয় এবং সেই থেকেই নাকি যে-কোনও গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল গেলেই, গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয়।
advertisement
3/6
রয়েছে আরও কারণ! বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷ তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়৷ সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওবার প্রবণতা।
advertisement
4/6
জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মানা হয়। রাহুর প্রভাবে জীবনে দুর্ঘটনার যোগ আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল রাহুল বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে।
advertisement
5/6
শাস্ত্রমতে, কালো রং শনিদেবের রং। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কালো বিড়াল রাস্তা কেটে যাচ্ছে মানে শনিদেব হয়তো আসন্ন বিপদের আগাম সংকেত দিচ্ছেন। কাজেই, চালক দাঁড়িয়ে যান। অন্য কেউ সেই রাস্তা দিয়ে যাওয়ার পর তবেই চালক যান। এর অর্থ হল, অশুভ সবকিছু সেই ব্যক্তি বা জন্তুর মধ্যে চলে গিয়েছে।
advertisement
6/6
গ্রিক মাইথোলজি অনুসারে, জিয়াস-এর স্ত্রী হেরা একবার তাঁর পরিচারক গ্যালিনথিয়াস-কে কালো বিড়াল বানিয়ে দিয়েছিল। এরপর,গ্যালিনথিয়াস ডাইনিবিদ্যার দেবতা হেকেট-এর সহকারি হিসাবে কাজ শুরু করে। তবে, থেকেই নানা সংস্কৃতিতে কালো বিড়ালকে অশুভ মানা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Superstition Vs Scientific Fact: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যায় গাড়ি, এ তো গেল কুসংস্কার, আসল বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন