TRENDING:

Sunita William's Husband: সুনীতা উইলিয়ামস কী করেন তো এখন সারা বিশ্ব জানে, তাঁর সঙ্গে ২০ বছরের দাম্পত্য কাটানো স্বামী কী করেন জানেন

Last Updated:
Sunita William's Bor: প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারী থাকে, এটি জনপ্রিয় প্রবাদ বাক্য, কিন্তু প্রতিটা সফল মহিলার পিছনেও একজন পুরুষ থাকে, সুনীতা উইলিয়ামসের ২০ বছরের দাম্পত্য জীবনে সব সময়ে পাশে থেকেছেন তাঁর বর৷
advertisement
1/6
সুনীতা কী করেন তো এখন সারা বিশ্ব জানে, ২০ বছরের দাম্পত্য কাটানো স্বামী কী করেন, জানেন
সুনীতা উইলিয়ামসকে নিয়ে এখন সর্বত্রই আলোচনা৷ দীর্ঘ সময় মহাকাশে থাকার পর পৃথিবীতে সফলভাবে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন এই নভোশ্চর৷
advertisement
2/6
তাঁর বাবা ছিলেন গুজরাতের মেহসানা জেলার ঝুলাসন গ্রামের বাসিন্দা। ১৯৫৭ সালে, তিনি ডাক্তারি পড়ার জন্য আমেরিকা যান যেখানে তিনি উর্সলিনকে বিয়ে করেন।
advertisement
3/6
উইলিয়ামস পরিবার ঝুলাসন গ্রামে বেশ কিছু সম্পত্তির মালিক। ১৯৬০-র দশকের শেষ দিকে গ্রামে তাঁর দাদা-দাদির একটি লাইব্রেরি তৈরি করিয়েছিলেন। একই সময়ে গ্রামে তাঁর বাবার পৈতৃক বাড়ি থাকলেও সেখানে কেউ থাকতেন না।
advertisement
4/6
সুনীতা উইলিয়ামসেরও দুই ভাইবোন আছে, জয় টমাস পান্ডিয়া এবং ডায়ানা অ্যান পান্ডিয়া।সুনীতা উইলিয়ামস মাইকেল জে কে বিয়ে করেছেন। উইলিয়ামস টেক্সাসের একজন পাইলট এবং পুলিশ অফিসার।
advertisement
5/6
মাইকেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার ব্যবস্থার মধ্যে একজন ফেডারেল মার্শাল। এর আগে তিনি হেলিকপ্টারের পাইলট ছিলেন। ১৯৮৭ সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তাদের দুজনের পরিচয় হয়। সে সময় হেলিকপ্টারের পাইলট ছিলেন সুনীতা উইলিয়ামস।
advertisement
6/6
সুনীতা উইলিয়ামস এবং তার স্বামী মাইকেলের নিজের কোনও সন্তান নেই। তবে কিছুদিন আগে তাঁরা আহমেদাবাদে শিশু কন্যা দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sunita William's Husband: সুনীতা উইলিয়ামস কী করেন তো এখন সারা বিশ্ব জানে, তাঁর সঙ্গে ২০ বছরের দাম্পত্য কাটানো স্বামী কী করেন জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল