TRENDING:

Sunita Williams: মুখে এক গাল হাসি...দোকানে বসে ফালুদা খাচ্ছেন সুনীতা উইলিয়ামস! কেরালার ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়

Last Updated:
Sunita Williams: কেরালায় গিয়েছেন সুনীতা উইলিয়ামস্৷ সম্প্রতি তিনি কোকিঝোডে একটি ফালুদার দোকানে যান৷ বেশ আরাম করেই দোকানে বসে মিষ্টি ফালুদায় মজলেন ৬০ বছরের সুনীতা৷
advertisement
1/9
দোকানে বসে ফালুদা খাচ্ছেন সুনীতা উইলিয়ামস! কেরালার ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়
ভারত সফরে এসেছেন বিশ্ববিখ্যাত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস্৷ ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী৷ ভারত সফরে তাঁর সাম্প্রতিক একটি ভিডিও হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়৷
advertisement
2/9
কেরালায় গিয়েছেন সুনীতা উইলিয়ামস্৷ সম্প্রতি তিনি কোকিঝোডে একটি ফালুদার দোকানে যান৷ বেশ আরাম করেই দোকানে বসে মিষ্টি ফালুদায় মজলেন ৬০ বছরের সুনীতা৷ পিচ রঙের টি-শার্ট আর এক গাল হাসিতে তাঁর ফেলুদা খাওয়ার মুহূর্ত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
3/9
ভিডিওটি প্রায় ৪০ লক্ষ ভিউ পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে ‘ফালুদা নেশন’ নামের ওই দোকানটি। ক্যাপশনে তারা লিখেছে, “একটি অবিশ্বাস্য মুহূর্ত, যা আমরা কখনও ভুলব না। সুনীতা উইলিয়ামসকে ফালুদা নেশনে স্বাগত জানাতে পারা আমাদের জন্য বিরাট সম্মানের।”
advertisement
4/9
“মহাকাশ থেকে আমাদের দোকান পর্যন্ত—আমরা এখনও বিস্ময়ে ভরা। তাঁর সঙ্গে আমাদের স্বাদ ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ কৃতজ্ঞ ও গর্বিত”, সুনীতাকে নিয়ে এমনই আবেগঘন পোস্ট করেছে ফালুদা নেশন৷
advertisement
5/9
ভিডিওর কমেন্ট সেকশন ভরে গিয়েছে সুনীতার প্রশংসায়৷ একজন ব্যবহারকারী লেখেন, “যিনি আমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছেন।” অন্য এক ব্যক্তি লিখেছেন, “ওবামা যখন কোনও রেস্তোরাঁয় গিয়েছিলেন, তখন যেমন একটি টেবিল চিরদিনের জন্য সংরক্ষণ করা হয়েছিল—এই টেবিলটাও তেমনভাবেই রেখে দিন।”
advertisement
6/9
তৃতীয় একজন লেখেন, “সত্যিই অবিশ্বাস্য—উনি কতটা সাধারণ ও বিনয়ী, অথচ তাঁর শরীরী ভাষা আর আত্মবিশ্বাসে এমন একটা শক্তিশালী আভা আছে… অন্য রকম ব্যক্তিত্ব।”
advertisement
7/9
২৭ বছরের কর্মজীবনে ইতি টেনেছেন সুনীতা উইলিয়ামস্৷ সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি৷ জন্মসূত্রে ভারতের সঙ্গে আত্মীক যোগ রয়েছে সুনীতার৷
advertisement
8/9
সুনীতার পৈতৃক ভিটে গুজরাতে৷ সুনীতার বাবা দীপক পাণ্ড্যের জন্ম গুজরাতে। মহেসাণা জেলার ঝুলাসন গ্রামে এখনও থাকেন তাঁর আত্মীয়েরা। তাঁর মা উরসুলিন বনি পাণ্ড্য স্লোভাক-আমেরিকান।
advertisement
9/9
গত বছরের (২০২৫) সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই নভোচারী। ২০ জানুয়ারি বিবৃতি দিয়ে সেই খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার এক বছর না ঘুরতেই অবসর নিয়েছেন সুনীতা৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sunita Williams: মুখে এক গাল হাসি...দোকানে বসে ফালুদা খাচ্ছেন সুনীতা উইলিয়ামস! কেরালার ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল