Science News: সূর্যে ক’দিনে লাফিয়ে বেড়েছে কলঙ্ক, হঠাৎ চমকে উঠলেন বিজ্ঞানীরা, কী হবে পৃথিবীতে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Science News: এমন ঘটনা ঘটে চলেছে সূর্যে, যা বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে দেখেননি৷
advertisement
1/9

১. এমন ঘটনা ঘটে চলেছে সূর্যে, যা বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে দেখেননি৷ কারণ, সূর্যের চেহারা পাল্টে যাচ্ছে দ্রুত৷ সেখানে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে অসংখ্য সান-স্পট৷ যা দেখে চমকে যাচ্ছেন বিজ্ঞানীরা৷
advertisement
2/9
২. নাসা ও আমেরিকার জাতীয় ওশিয়ানিক ও অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে সূর্যে মোট ১৬০টি আলাদা-আলাদা সানস্পট তৈরি হয়েছে৷ এই বিষয়ে তথ্য রাখার সময় থেকে যা সর্বোচ্চ৷
advertisement
3/9
৩. বিজ্ঞানীরা আগেই বলেছিলেন, সূর্যে বর্তমানে মাসে ২০০-এর মতো সানস্পট তৈরি হয়৷ বছরে একবার সেই সংখ্যাটি একমাসেই সর্বোচ্চ হতে পারে৷ কিন্তু বর্তমান সোলার সাইকেলে দেখা গিয়েছে, এটি কয়েকদিনের মধ্যেই পৌঁছে গিয়েছে ১৬০-এ৷
advertisement
4/9
৪. বিজ্ঞানীরা বলছেন, সানস্পট কী! তা হল সূর্যের মধ্যে তৈরি হওয়া একটি কালো গহ্বর, যেখানে তাপমাত্রা থাকে অত্যন্ত কম এবং ম্যাগনেটিক ফিল্ড পাল্টে যায়৷ সেই কারণেই সূর্য থেকে সোলার ফ্লেয়ার বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে সৌরমণ্ডলে৷
advertisement
5/9
৫. সেই সোলার ফ্লেয়ারের দাপট এসে পড়ে পৃথিবীতেই৷ আর তার ফলে চরম ক্ষতি হতে পারে পৃথিবীর প্রযুক্তির নানা বিষয়ের৷ এর ফলে এই মাসেই দু’তারিখে পশ্চিম আমেরিকা ও প্রশান্ত মহাসাগরের উপর রেডিও সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে৷
advertisement
6/9
৬. বিজ্ঞানীরা বলেছেন, সূর্যের এই ভোল বদলের পরে এমন ঘটনা আরও বেশি করে ঘটতে পারে৷ এই ঘটনার পর পৃথিবীতে সূর্যের পার্টিক্যাল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে৷ তাতে যে সৌর বাতাস বা সোলার উইন্ড পৃথিবীতে প্রবেশ করবে, তাতে বিপদ বাড়তে পারে৷
advertisement
7/9
৭. সৌর মণ্ডলের থাকা বিভিন্ন গ্রহতে সানস্পটের ফলে তৈরি হওয়া কলঙ্ক-ফেরত চৌম্বকীয় তরঙ্গ বাধা দেবে রেডিও তরঙ্গে, ইলেক্ট্রিকাল নেটওয়ার্কে সমস্যা হতে পারে৷ বিপদের মুখে পড়তে পারে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ৷
advertisement
8/9
৮.বিজ্ঞানীরা বলছেন, এমন চরমতম পরিস্থিতিতে, মহাকাশযান, ইলেকট্রিনক নেটওয়ার্কে সমস্যা হতে পারে, জিপিএস সিগন্যালে সমস্যা হতে পারে, এমনকী পাওয়ার গ্রিড বন্ধ হতে পারে৷ এমন পরিস্থিতির মুখে পৃথিবী আগেও পড়েছিল৷
advertisement
9/9
৯. ১৮৫৯ সালে এক ভয়ানক ঘটনা ঘটেছিল এই সৌরঝড়ের ফলে৷ টেলিগ্রাফের নেটওয়ার্কে বিদ্যুতের তরঙ্গ প্রবেশ করেছিল৷ টেলিগ্রাফের যন্ত্রে বিদ্যুতের স্পার্ক দেখা গিয়েছিল৷ কিছু জিনিস পুড়েও গিয়েছিল বলে জানিয়েছিলেন তাঁরা৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Science News: সূর্যে ক’দিনে লাফিয়ে বেড়েছে কলঙ্ক, হঠাৎ চমকে উঠলেন বিজ্ঞানীরা, কী হবে পৃথিবীতে