TRENDING:

Sun Glass: রোদের জন্য মোটেই সানগ্লাস তৈরি নয়, জন্ম হয়েছিল আদালতে! আসল ঘটনা চমকে দেবে

Last Updated:
Sun Glass: যে সানগ্লাস আজকের দিনে রোদ চশমা বলে পরিচিত, তা আসলে রোদ থেকে চোখ বাঁচাতে বা স্টাইল স্টেটমেন্টের জন্য কিন্তু বানানো হয়নি।
advertisement
1/6
রোদের জন্য মোটেই সানগ্লাস তৈরি নয়, জন্ম হয়েছিল আদালতে! আসল ঘটনা চমকে দেবে
সানগ্লাস - এ এমন এক জিনিস এখন, যা প্রয়োজন পেড়িয়ে চলে এসেছে ফ্যাশনে। হরেকরকম ফ্রেমের, নানা রঙের কাচ দিয়ে এখন তৈরি হচ্ছে সানগ্লাস। আর তা রোদে বেরোনোর সাজ সম্পূর্ণ করতে অতি প্রয়োজনীয়।
advertisement
2/6
কিন্তু জানেন কি, যে সানগ্লাস আজকের দিনে রোদ চশমা বলে পরিচিত, তা আসলে রোদ থেকে চোখ বাঁচাতে বা স্টাইল স্টেটমেন্টের জন্য কিন্তু বানানো হয়নি। বানানো হয়েছিল আসলে চোখের কথা আড়াল করতে। আর তা সবার জন্য নয়। উকিলদের চোখের কথা আড়াল করতেই তৈরি হয় এই রঙিন চশমা।
advertisement
3/6
সানগ্লাসের জন্ম চিনে। দ্বাদশ শতাব্দীর চিনে এই চশমা তৈরি হয়েছিল। তার আগে এমন কিছু যে চোখে দেওয়ার জন্য হতে পারে সেটাই কারও জানা ছিল না।
advertisement
4/6
কিন্তু কীভাবে তৈরি হল এই সানগ্লাস? আসলে দ্বাদশ শতাব্দীতে চিনে যখন আদালত বসত, সেখানে যিনি বিচারক তিনি কোনও এক পক্ষের কথা শুনতেন, তখন তিনি ধোঁয়াটে স্ফটিকের একটি চশমা জাতীয় জিনিস চোখে পরে থাকতেন। যাতে যিনি বক্তব্য রাখছেন তাঁর বক্তব্য শুনে বিচারকের অভিব্যক্তির পরিবর্তন কারও চোখে না পড়ে।
advertisement
5/6
আবার আদালতে উকিলরা যখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাতেন তখন নিজেদের চোখের ভাব আড়াল করার জন্য দরকার হত রঙিন চশমার। কারণ অনেক সময় জিজ্ঞাসাবাদ করার সময় উকিলেরও মন গলে যায়।
advertisement
6/6
অভিযুক্ত মিথ্যে বললে বুঝতে কখনও উকিলেরও ভুল হতে পারে। তিনিও তো মানুষ। তাই চোখের কথা যাতে উল্টোদিকে কাঠগড়ায় থাকা ব্যক্তি বুঝতে না পারেন, তার জন্যই উকিলবাবুর দরকার হত ধূসর কাঁচের চশমা। সেই থেকেই রোদ চশমার জন্ম বলে মনে করা হয়। যার সঙ্গে রোদের কোনও সম্পর্ক ছিল না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sun Glass: রোদের জন্য মোটেই সানগ্লাস তৈরি নয়, জন্ম হয়েছিল আদালতে! আসল ঘটনা চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল