Strange Place: জন্ম-মৃত্যুও বেআইনি, আর গর্ভবতী হলে তো! আজব এই জায়গা, অথচ যেন স্বর্গ! কোথায় জানেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মানুষের মৃত্যু ও জন্ম দুটোই বেআইনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।
advertisement
1/6

পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যা শুনলে বিশ্বাস করাই কঠিন। এমন অনেক জায়গা রয়েছে যেখানকার কথা অনেকেই হয়তো শোনেননি। সেখানকার আইন, কানুন রীতিনীতি জানলে রীতিমতো অবাক হতে হয়। জানেন এমনই একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষের মৃত্যু ও জন্ম দুটোই বেআইনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।
advertisement
2/6
মানুষ হোক বা অন্য কোনও জীব। মৃত্যু ও জন্ম দুটোই অতি স্বাভাবিক বিষয়। কিন্তু সেই অতি স্বাভাবিক ব্যাপারেই নিষেধাজ্ঞা রয়েছে এখানে। মানুষের মৃত্যু ও জন্ম দুটোই বেআইনি। স্বর্গের মতো সুন্দর এই জায়গার রয়েছে আরও অদ্ভুত কিছু নিয়ম।
advertisement
3/6
এই জায়গায় কোনও নারী গর্ভবতী হলে প্রসবের আগে এখান থেকে চলে যেতে হবে। শুনতে অদ্ভুত লাগলেও এমন একটি জায়গা সত্যিই রয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম এই জায়গায়। কারণ জানলে চমকে উঠবেন।
advertisement
4/6
স্যালভার্ড একটি নরওয়েজিয়ান দ্বীপ। যা আর্কটিক মহাসাগর এলাকায় পড়ে। এই দ্বীপেই মানুষের মৃত্যু ও জন্ম দুটোই বেআইনি।
advertisement
5/6
স্যালভার্ড জন্ম এবং মৃত্যু দুটোই নিষিদ্ধ হবার একটি বড় কারণ হল প্রকৃতি। আসলে এটি অত্যন্ত শীতল। এখানে কারও মৃত্যু হলে তার শরীর পচে না। ফলে দাফন করা অসম্ভব। এখানে অ্যালকোহল পানের ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। এখানকার পরিবেশমন্ত্রকের মতে, এলাকাকে নিরাপদ রাখতে এটা করা দরকার।
advertisement
6/6
এখানে ড্রোন ও স্নোমোবাইল চালানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। বিড়াল এখানে নিষিদ্ধ কারণ তারা সংক্রমণ ছড়াতে পারে। তা সত্ত্বেও এই জায়গাটা খুব সুন্দর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Strange Place: জন্ম-মৃত্যুও বেআইনি, আর গর্ভবতী হলে তো! আজব এই জায়গা, অথচ যেন স্বর্গ! কোথায় জানেন?