TRENDING:

Missing Flight 914 Fact Check: ১৯৫৫ সালে টেকঅফ করেই উধাও! ৩০ বছর পর যা ঘটল... গায়ে কাঁটা দেওয়া কাহিনি! ফ্লাইট ৯১৪-র গল্প কি সত্যি নাকি মিথ

Last Updated:
Missing Flight 914 Fact Check: একটি ফ্লাইট অথবা বিমান সম্পর্কে এমনই একটি গল্প গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। বহু বছর ধরে এই বিষয়ে চর্চা হয়েছে। গল্পটি এতই আকর্ষণীয় যে এটি আপনার গায়ে কাঁটা দেবে।
advertisement
1/10
১৯৫৫ সালে টেকঅফ করেই উধাও ফ্লাইট ৯১৪! ৩০ বছর পর...রোমহর্ষক গল্প কি সত্য নাকি মিথ
Fact Check: টাইম ট্রাভেলে বিশ্বাস আছে? কেউ বলেন, এটি বাস্তব, কেউ বলেন নিছক গুজব। যদি আমরা বিজ্ঞানীদের দাবি বিশ্বাস করি, তাহলে দেখা যায় যে টাইম ট্রাভেল বর্তমানে সম্ভব নয়, তবে ভবিষ্যতে সম্ভব হতে পারে, এমনও বলেছেন কেউ কেউ।
advertisement
2/10
বছরের পর বছর ধরে লোকেরা এই সম্পর্কিত গল্প বলে আসছে। তবে একটি ফ্লাইট অথবা বিমান সম্পর্কে এমনই একটি গল্প গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। বহু বছর ধরে এই বিষয়ে চর্চা হয়েছে। গল্পটি এতই আকর্ষণীয় যে এটি আপনার গায়ে কাঁটা দেবে।
advertisement
3/10
বিশ্বের অনেক মানুষ এটিকে সত্য বলে বিশ্বাস করলেও এর সত্যতা আবার অন্য কথা বলে। এই ফ্লাইট সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা, যা বছরের পর বছর ধরে সত্য বলে প্রচার করা হচ্ছে।
advertisement
4/10
নিউজ এজেন্সি AFP-এর 2021 সালের রিপোর্ট অনুযায়ী, কেনিয়া এবং ভারতের মতো দেশে ফ্লাইট ৯১৪ নিয়ে অনেক আলোচনা চলেছে।
advertisement
5/10
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পোস্ট ভাইরাল হয়েছিল, যাতে এই ফ্লাইট সম্পর্কে তথ্য ছিল। প্রথমে জানা উচিত যে ফ্লাইট নিয়ে কী দাবি করা হয়েছে, তার পরে জানবেন পুরো সত্যটি কী।
advertisement
6/10
দাবি করা হয়েছিল, ফ্লাইট ৯১৪ নিউ ইয়র্ক থেকে ১৯৫৫ সালে টেক অফ করেছিল। কিন্তু তারপর ফ্লাইটটির আর কোনও হদিশ পাওয়া যায়নি। আকাশে উধাও!
advertisement
7/10
দাবি উঠেছিল, ফ্লাইটে ৫৭ জন যাত্রী ছিলেন। কিন্তু ফ্লাইট টেক অফের পর একেবারে উধাও। কেউ তার সম্পর্কে কোনও তথ্য পায়নি বহু বছর। কিন্তু হঠাৎ একদিন, ১৯৮৫ সালে, এই ফ্লাইটটি মিয়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং ল্যান্ড করাতে বলে।
advertisement
8/10
এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য শুনে চমকে গিয়েছেন সকলে। যখন ফ্লাইটটি অবতরণ করে, তখন জানা যায় যে এটি সেই প্যান অ্যাম ফ্লাইট ৯১৪, যা ৩০ বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল।
advertisement
9/10
খবরের সত্যতা কী? সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট নিখোঁজ হওয়ার দাবি মিথ্যে। এমন কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি। এই তথ্যটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৫ সালে আমেরিকান প্রিন্ট ট্যাবলয়েড, উইকলি ওয়ার্ল্ড নিউজে।
advertisement
10/10
এই ট্যাবলয়েডে এর আগেও একাধিক কাল্পনিক গল্প প্রকাশিত হয়েছিল। এটি ছিল সেগুলির মধ্যে অন্যতম জনপ্রিয়। যা পরে মানুষ সত্য হিসেবে মেনে নেয় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় তা প্রকাশ করতে থাকে। আপনি এখানে AFP ফ্যাক্ট চেক সম্পর্কিত সম্পূর্ণ খবর পেতে পারেন। ক্লিক করুন। https://factcheck.afp.com/story-american-plane-reappearing-after-37-years-myth
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Missing Flight 914 Fact Check: ১৯৫৫ সালে টেকঅফ করেই উধাও! ৩০ বছর পর যা ঘটল... গায়ে কাঁটা দেওয়া কাহিনি! ফ্লাইট ৯১৪-র গল্প কি সত্যি নাকি মিথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল