TRENDING:

Sorry: কোনও ভুল হলেই বারবার Sorry বলছেন! আদৌ কি ঠিক আপনি, জানুন এর সঠিক ব্যবহার

Last Updated:
Sorry: বেশির ভাগ ক্ষেত্রে সরি শব্দটি দুঃখিত বোধাতে ব্যবহার করা হয়। এখন সকলে অভ্যাসে পরিণত হয়েছে।
advertisement
1/9
কোনও ভুল হলেই বারবার Sorry বলছেন! আদৌ কি ঠিক আপনি, জানুন এর সঠিক ব্যবহার
নয়া দিল্লি: 'Sorry' শব্দটি ইংরেজি শব্দ 'sarig' থেকে এসেছে, যার অর্থ রাগ করা বা মন খারাপ করা। যদিও বেশির ভাগ ক্ষেত্রে সরি শব্দটি দুঃখিত বোধাতে ব্যবহার করা হয়। এখন সকলে অভ্যাসে পরিণত হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/9
এর অনুরূপ শব্দ অন্যান্য অনেক ভাষায় পাওয়া যায়। যেমন প্রাচীন জার্মানিক ভাষার sairag এবং আধুনিক জার্মানিক ভাষার sairagaz, ইন্দো ইউরোপীয় ভাষার sayǝw। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
সাউদার্ন অরেগন ইউনিভার্সিটির ভাষাবিজ্ঞান বিশেষজ্ঞ এবং "সরি অ্যাবাউট দ্যাট: দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাবলিক অ্যাপোলজি"-এর লেখক এডউইন ব্যাটিস্টেলার মতে, "লোকেরা সরি শব্দটি বিভিন্ন উপায়ে ব্যবহার করেন। যাঁরা এই শব্দটি অতিরিক্ত ব্যবহার করেন, তাঁদের খুব বেশি অনুশোচনা হয় না।" (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
তাঁর মতে, "Sorry শব্দটির অর্থ 'আমাকে ক্ষমা করুন' নয়। যদিও বর্তমানে এটি এমন ভাবে ব্যবহার করা হয়ে থাকে।"(প্রতীকী ছবি)
advertisement
5/9
লেখকের মতে, "এর প্রকৃত অর্থ হল, দুঃখ বোধ করা, অনুশোচনা প্রকাশ করা বা নিজের ভুলের জন্য দুঃখিত হওয়া।"(প্রতীকী ছবি)
advertisement
6/9
মানে আপনি যদি সরি বলে থাকেন, তাহলে সেই ভুলের পুনরাবৃত্তি করার সুযোগ নেই। 'Sorry' বলার একটি ভাল জিনিস হল যে এটি সহজেই কারোর বিশ্বাস অর্জন করতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
7/9
যখন কেউ কোনো ভুল না করে সরি বলে, তখন সে সহজেই অন্যের আস্থা ও অর্জন করেন, পরিস্থিতিও তাঁর নিয়ন্ত্রণে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
8/9
তবে কখনও কখনও খুব বেশি সরি বলা মানসিক দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে একজন সাধারণ ব্রিটিশ নাগরিক দিনে কমপক্ষে ৪ বার সরি বলেন। (প্রতীকী ছবি)
advertisement
9/9
আবার কেউ কেউ ২০ বার পর্যন্ত সরি বলেন। যেহেতু আগে বিশ্বের সব দেশের ওপর ব্রিটেনের আধিপত্য ছিল, এমন পরিস্থিতিতে তাদের কাছে সরিও জনপ্রিয় হয়ে ওঠে বলে অনুমান।(প্রতীকী ছবি-Canava)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sorry: কোনও ভুল হলেই বারবার Sorry বলছেন! আদৌ কি ঠিক আপনি, জানুন এর সঠিক ব্যবহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল