TRENDING:

ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন 'স্যর, আপনাদের...'! এতেই ঝড় উঠল

Last Updated:
Indian Railways: ট্রেনে ITBP, BSF এবং CRPF-এর জওয়ানদের সঙ্গে টিটিইর (TTE) বিতর্কের ভিডিও ভাইরাল! কেউ বলছেন "অসভ্যতা", কেউ বলছেন "টিটিই তাঁর কর্তব্যই পালন করছেন"। আপনার কী মত?
advertisement
1/10
ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন 'স্যর, আপনাদের...'! এতেই ঝড়
ট্রেন ছুটে চলেছে অন্ধকার চিরে, মাথার উপর ঝুলছে নীল আলো। B5 কোচের গ্যালারিতে, টয়লেটের পাশ ঘেঁষে বসে রয়েছেন একদল জওয়ান—নীরব, শ্রান্ত, চোখে কর্তব্যপালনের দৃঢ় সংকল্প। আচমকা, সেই স্তব্ধতা চিরে ভেসে আসে এক চড়া কণ্ঠস্বর—“স্যার, আপনাদের…”! (Representative Image: AI)
advertisement
2/10
কে সেই কণ্ঠের মালিক? কেনই বা এই জওয়ানদের বিরুদ্ধে রইলেন তিনি? আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক বিতর্ক, যা থামছে না ট্রেন থেমেও। ভিডিও ভাইরাল, তর্ক-বিতর্কে উত্তাল নেটপাড়া। সেনার সম্মান, না কি TTE-র কর্তব্য—কাকে দাঁড় করানো যায় সঠিকের পাশে? (Representative Image: AI)
advertisement
3/10
ট্রেনটি চলছিল আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যা জংশনের পথে। ১৩ মে, B5 কোচের গ্যালারিতে ঘটেছে এই বিতর্ক। জানা গিয়েছে, ওই সেনারা ITBP, BSF এবং CRPF-এর জওয়ান এবং তাঁরা টয়লেটের পাশের করিডরে বসে ছিলেন। কেউ উঠেছেন কানপুর থেকে, কেউ ফতেপুর বা প্রয়াগরাজ থেকে। এর পরই সেখানে আসেন টিটিই। (Representative Image: AI)
advertisement
4/10
ভিডিওতে দেখা যাচ্ছে, TTE জওয়ানদের বলছেন, “স্যার, আপনাদের স্লিপারে যেতে হবে।” এর জবাবে একজন জওয়ান বলছেন, “আপনি দুর্ব্যবহার করছেন, আমরা পাস নিয়েই এসেছি। আমরা তো সিটে না, করিডরে বসেছি।” টিটিই পাল্টা বলেন, “এটা এসি কোচ, এখানে বসা যাবে না। যাত্রীরা অভিযোগ করছেন।” (Representative Image: AI)
advertisement
5/10
ট্রেনটি চলছিল আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যা জংশনের পথে। ১৩ মে, B5 কোচের গ্যালারিতে ঘটেছে এই বিতর্ক। জানা গিয়েছে, ওই সেনারা ITBP, BSF এবং CRPF-এর জওয়ান এবং তাঁরা টয়লেটের পাশের করিডরে বসে ছিলেন। কেউ উঠেছেন কানপুর থেকে, কেউ ফতেপুর বা প্রয়াগরাজ থেকে। এর পরই সেখানে আসেন টিটিই। (Representative Image: AI)
advertisement
6/10
এই সময় টিটিই নিজের মোবাইল থেকে অভিযোগ জানানোর নম্বরে ফোন করতে শুরু করেন ও বলেন, “এই কোচে প্রায় ২০ জন জওয়ান আছে।” এরপর একাধিক সেনার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। ভিডিওতে শব্দ অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে, প্রায় ২ মিনিটের এই সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছয়। (Representative Image: AI)
advertisement
7/10
টিটিইর এই ব্যবহার মানুষ মোটেও ভাল চোখে দেখেননি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই এই ভিডিওটি দেখে চরম প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেটিজেনরা এবং একইসঙ্গে তাঁরা কমেন্ট বক্সে টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। (Representative Image: AI)
advertisement
8/10
সেনারা কি ভুল করেছেন? না টিটিই? টিটিই তাঁর দায়িত্ব পালন করছেন—এই যুক্তি দিচ্ছেন অনেকেই। অন্যদিকে, অনেকে বলছেন, দেশের রক্ষকদের সঙ্গে এমন আচরণ অনুচিত। এই ভিডিওটি X হ্যান্ডল @Paramilitryhelp থেকে পোস্ট করা হয়েছে, ক্যাপশনে লেখা, "টিটিই সাহেব ট্রেনের গ্যালারিতে টয়লেটের পাশে বসা ডিউটিতে ফেরত যাওয়া জওয়ানদের বলছেন, এসিতে কে উঠতে বলেছে? গ্যালারিতেও দাঁড়াতে দিচ্ছেন না!" (Representative Image: AI)
advertisement
9/10
ভিডিওটি ইতিমধ্যেই ২ লাখের বেশি ভিউ পেয়েছে, ৪ হাজারের বেশি ইউজার এটি পছন্দ করেছেন। * একজন লিখেছেন, "সরকারের ভাবা উচিত, টিটিই নিজের কাজই করছেন।" * আরেকজন বলেছেন, "এই টিটিই-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমন ব্যবহার করা যায় না।" * তৃতীয়জন বলছেন, "টিটিই ঠিকই করছেন, তাঁর দায়িত্ব পালন করছেন মাত্র।" * আবার কেউ লিখেছেন, "যে সৈনিকরা দেশের জন্য প্রাণ দেয়, তাঁদের অন্তত করিডরে বসতে দেওয়া উচিত।" (Representative Image: AI)
advertisement
10/10
দেশের বীর সৈনিকদের কারণেই আজ আমরা নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছি—এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সম্প্রতি উত্তর-পূর্ব এক্সপ্রেস (১২৫০৬)-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সেনাদের সঙ্গে টিটিই-র কথা কাটাকাটি দেখে আবেগে ভাসছেন অনেকেই। ভিডিও দেখে অনেকে টিটিই-কে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করছেন, যা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন 'স্যর, আপনাদের...'! এতেই ঝড় উঠল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল