TRENDING:

Solar Flare: সূর্য থেকে ধেয়ে আসছে আলোক তরঙ্গ! প্রবল গরমের মধ্যেই এই সপ্তাহে ঘটতে পারে এই অঘটন

Last Updated:
Solar Flare: সূর্যের পূর্ব দিকের অংশ থেকে একটি সৌর তরঙ্গাংশ বা ফ্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5
সূর্য থেকে ধেয়ে আসছে আলোক তরঙ্গ! প্রবল গরমের মধ্যেই এ ঘটতে পারে এই অঘটন
দু-একদিনের মধ্যেই পৃথিবীতে ধেয়ে এসেছে চৌম্বকীয় তরঙ্গ! তবে বিজ্ঞানীরা বলছেন, এখানেই শেষ নয়, পৃথিবীকে আরও যন্ত্রণা দিতে আগামী এক সপ্তাহ জুড়ে সূর্যের নানা কার্যকলাপ চলতেই থাকবে। রবিবারই একটি সূর্য তরঙ্গাংশ এশিয়া ও অস্ট্রেলিয়ায রেডিও যোগাযোগে বিপত্তি তৈরি করে। এ ছাড়াও আর কী হতে পারে এই সপ্তাহ জুড়ে, আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানীরা।
advertisement
2/5
সূর্যের পূর্ব দিকের অংশ থেকে একটি সৌর তরঙ্গাংশ বা ফ্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে তরঙ্গ দু-একদিন আগে তৈরি হয়েছিল, তেমনই একাধিক তরঙ্গ তৈরি হতে পারে, কারণ একাধিক সান স্পট তার স্থান অদল-বদল করবে। সেই ফ্লেয়ার ধেয়ে আসতে পারে পৃথিবীর দিকে।
advertisement
3/5
স্পেস ওয়েদার নামে একটি ওয়েবসাইটের দাবি, সপ্তাহের শুরুতে যে কাণ্ড ঘটেছে তা হিমশৈলের চূড়া মাত্র। এর পরেই একটি বড়সড় রেডিও অ্যাক্টিভ রিজিওন রয়েছে। সেটি ধরা পড়েছে রবিবার। সেটির প্রভাব পড়তে পারে পৃথিবীতে।
advertisement
4/5
বিজ্ঞানীরা বলেছেন, সৌর ঝড়ের ফলে প্লাজমা ছড়িয়ে পড়ে মহাশূন্যে। এর আগে পৃথিবীর দিকে নয়, পৃথিবীর থেকে দূরবর্তী স্থানে এই ঘটনা ঘটেছিল, তার প্রভাব পড়েছিল পৃথিবীতে। এ বার সেটি পৃথিবীর দিকে মুখ করে থাকা অংশেই ঘটছে। তাই আশঙ্কা বেশি।
advertisement
5/5
এই ধরণের সোলার ফ্লেয়ার সাধারণত বিপুল পরিমাণ শক্তি নির্গত করে পৃথিবীর দিকে। ম্যাগনেটিক ফিল্ডে আটকে থাকা সেই শক্তি হঠাৎ বাইরে বেরিয়ে পড়ে। এর ফলে তৈরি হয় বিকিরণ। যা থেকেই ঘনিয়ে আসতে পারে বিপদ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Solar Flare: সূর্য থেকে ধেয়ে আসছে আলোক তরঙ্গ! প্রবল গরমের মধ্যেই এই সপ্তাহে ঘটতে পারে এই অঘটন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল