বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই 'গুঁড়ো'! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Repellant Tips: অজান্তেই বাগানের কোণে, রান্নাঘরের পাশে বা উঠোনের ঘাসে ঢুকে পড়ে বিষধর আগন্তুক। এমন পরিস্থিতিতে আতঙ্কে ছোটদের বাইরে খেলতে দিতেও ভয় পান অনেক অভিভাবক। তবে আশার কথা হল, এমন কিছু পুরনো দেশি উপায় রয়েছে, যেগুলোর গন্ধেই কাবু হয়ে পালিয়ে যায় সাপ। রান্নাঘরেই যেগুলোর খোঁজ পাওয়া যায়, দামেও সাশ্রয়ী কিন্তু কাজের দিক দিয়ে এক্কেবারে পরীক্ষিত!
advertisement
1/10

বর্ষাকালে শুধুই রোগব্যাধির নয়, সঙ্গে আসে সাপের ভয়ও! বাড়ির আশপাশে একটু বেশি সবুজ হলেই, একটু বেশি স্যাঁতসেঁতে হলেই… বাগান বা রান্নাঘরের কোণায় দেখা মেলে ভয়ঙ্কর আগন্তুকের — সাপ! এই ভয়ে অনেকেই বাচ্চাদের একা খেলতেও দিতে পারেন না।
advertisement
2/10
কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার রান্নাঘরেই আছে এমন কিছু ঘরোয়া দেশি উপায়, সঠিকভাবে ব্যবহার করলেই তারা আর দরজার ধারে ঘেঁষবে না। চলুন দেখে নিই কী সেই দেশি জাদু!
advertisement
3/10
✅ ১. ন্যাপথালিন ট্যাবলেট ন্যাপথালিন গুঁড়ো করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে একটি সলিউশন তৈরি করুন। এবার সেই তরলটি ছড়িয়ে দিন বাড়ির দরজা, জানলা, উঠোন বা গাছপালার আশপাশে। এর ঝাঁঝালো গন্ধে সাপ আর ধারে-কাছে ঘেঁষবে না।
advertisement
4/10
✅ ২. অ্যামোনিয়া স্প্রে সাপ অ্যামোনিয়ার গন্ধ সহ্য করতে পারে না। ২-৩ চামচ অ্যামোনিয়া ১-২ কাপ জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। তারপর সেই মিশ্রণ ছড়িয়ে দিন জানলা, দরজা, ঘরের কোণা এবং বাগানে।
advertisement
5/10
✅ ৩. লবঙ্গ ও দারচিনি তেলের স্প্রে দু’চামচ করে লবঙ্গ ও দারচিনি তেল তিন কাপ জলে মিশিয়ে স্প্রে তৈরি করুন। এই স্প্রে শুধুমাত্র সাপ নয়, বর্ষার অন্যান্য পোকামাকড় থেকেও রক্ষা করে।
advertisement
6/10
✅ ৪. রসুন ও পেঁয়াজের তেল এই তেলের গন্ধও সাপের অপছন্দের। দরজা ও জানলার ধারে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিলেই উপকার পাওয়া যাবে।
advertisement
7/10
✅ ৫. পুরনো টায়ার বা কাটা প্লাস্টিকের বোতল গ্রামে বহু বছর ধরেই প্রচলিত এই জোগাড়। যেসব জায়গায় সাপ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে কেটে রাখা টায়ার কিংবা ফাঁকা বোতল রেখে দিন। সাপ এদের ওপর ভর ধরতে পারে না, পিছলে যায়।
advertisement
8/10
✅ ৬. নিমপাতা নিমপাতা থেঁতো করে বা গুঁড়ো করে দরজা কিংবা বাগানে ছড়িয়ে দিন। এর গন্ধও সাপ একেবারেই সহ্য করতে পারে না।
advertisement
9/10
✅ ৭. সরিষা বীজ অনেকের বিশ্বাস, সরিষার গন্ধ সাপের অত্যন্ত অপছন্দের। তাই বাড়ির চারপাশে ছড়িয়ে দিলেই সাপ দূরে থাকবে।
advertisement
10/10
🔔 বিশেষ সতর্কতা: এইসব উপায় সাধারণ বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। বাড়িতে যদি বিষধর সাপ দেখা যায়, তাহলে কোনওভাবেই ঝুঁকি না নিয়ে পেশাদার সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই 'গুঁড়ো'! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!