TRENDING:

সাপের লেজে পা দিলে কী হয়? সত্যিই কি মৃত্যুর আশঙ্কা? অজানা তথ্য জানালেন বিশেষজ্ঞরা

Last Updated:
সাপের লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়! মহাদেব প্যাটেল জানিয়েছেন, সাপের লেজে আদৌ কি বিষ থাকে? লেজ দিয়ে আঘাতে ক্ষত বা সংক্রমণ হতে পারে, তবে তা প্রাণঘাতী কি? বিশদে জানুন।
advertisement
1/12
সাপের লেজে পা দিলে কী হয়? সত্যিই কি মৃত্যুর আশঙ্কা? অজানা তথ্য জানালেন বিশেষজ্ঞরা
সাধারণভাবে সবাই জানেন, সাপ কামড়ালে বিষ ছড়িয়ে পড়ে এবং তা প্রাণঘাতী হতে পারে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন—সাপ যদি লেজ দিয়ে আঘাত করে, অথবা সেই পরিচিত প্রবাদ, 'সাপের লেজে পা দিয়েছ কি...'! কিন্তু এতে কি মানুষের মৃত্যু হতে পারে? এই ধারণার মধ্যে কতটা সত্য আছে, তা নিয়েই কৌতূহল। আসুন জেনে নেওয়া যাক আসল তথ্য।
advertisement
2/12
সাপের লেজ ঘিরে নানা ভুল ধারণা রয়েছে। সাপ যদি লেজ দিয়ে কাউকে আঘাত করে, তাহলে ত্বকে আঁচড় বা হালকা ক্ষত তৈরি হতে পারে। সেই ক্ষত থেকে সংক্রমণ হলে জ্বর আসতে পারে। তবে এই জ্বর সাপের লেজের কারণে নয়, বরং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফল। তাই প্রশ্ন উঠছে—সাপের লেজে কি বিষ থাকে?
advertisement
3/12
এই বিষয়ে মধ্যপ্রদেশের খারগোনের খ্যাতনামা সাপ ধরার বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল নিউজ ১৮-কে জানিয়েছেন, সাপের লেজে কোনও ধরনের বিষ থাকে না। সাপ যদি লেজ দিয়ে কাউকে আঘাত করে, তাতে অজ্ঞান হওয়া বা বিষক্রিয়াজনিত জ্বর হওয়ার প্রশ্নই নেই। সাপের লেজ সম্পূর্ণ বিষমুক্ত এবং এটি মূলত আত্মরক্ষার জন্যই ব্যবহার করা হয়।
advertisement
4/12
কিছু ক্ষেত্রে সাপের সংস্পর্শে আসার পর মানুষের জ্বর বা মাথাব্যথা হতে পারে। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। সাপের কামড় বা আক্রমণ অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা মানসিক প্রভাব ফেলতে পারে। ভয় ও মানসিক চাপের ফলে শরীরে অ্যাড্রেনালিন বেড়ে যায়, যার জেরে মাথাব্যথা বা কখনও কখনও জ্বরও হতে পারে।
advertisement
5/12
এছাড়া সাপের কামড় বা আঁচড়ে ত্বক কেটে গেলে সংক্রমণ হতে পারে। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় এবং জ্বর দেখা দিতে পারে। এটি বিরল হলেও সম্ভব। আবার কিছু মানুষ খুব সংবেদনশীল হন—সামান্য আঘাত বা মানসিক চাপেও তাঁদের মাথাব্যথা বা জ্বর দেখা দেয়। সাপ লেজ দিয়ে আঘাত করলে ভয়ের কারণে কেউ কেউ অসুস্থ বোধ করতে পারেন।
advertisement
6/12
অধিকাংশ মানুষ সাপকে ভয় পান তার বিষের জন্য। কিন্তু এই ভয়ের আরেকটি দিকও রয়েছে। মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমনই মানুষকে ভয় পায়। জোরে আওয়াজেও তারা আতঙ্কিত হয়। বিপদের আশঙ্কা টের পেলে শত্রুকে ভয় দেখাতে সাপ প্রায়শই তার লেজ ব্যবহার করে—কিন্তু তা প্রাণঘাতী নয়।
advertisement
7/12
সবাই জানে, সাপ দাঁত দিয়ে কামড়ালে বিষ ছড়ায় এবং সেই বিষে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ওঠে—সাপ যদি লেজ দিয়ে আঘাত করে, তাতেও কি মানুষের মৃত্যু হতে পারে? এই ধারণার মধ্যে কতটা সত্যতা আছে, সেটাই জানার চেষ্টা করা যাক।
advertisement
8/12
সাপের লেজ নিয়ে অনেক সময় ভুল ধারণা তৈরি হয়। কোনও সাপ যদি লেজ দিয়ে কাউকে আঘাত করে, তাহলে ত্বকে আঁচড় বা সামান্য ক্ষত তৈরি হতে পারে। সেই ক্ষত থেকে সংক্রমণ হলে জ্বর আসতে পারে। তবে এই জ্বর সাপের লেজের কারণে নয়, বরং ব্যাকটেরিয়াল সংক্রমণের ফল। তা হলে প্রশ্ন হল—সাপের লেজে কি আদৌ কোনও বিষ থাকে?
advertisement
9/12
এই বিষয়ে মধ্যপ্রদেশের খারগোনের প্রখ্যাত সাপ ধরিয়ে মহাদেব প্যাটেল নিউজ ১৮-কে জানিয়েছেন, সাপের লেজে কোনও ধরনের বিষ থাকে না। সাপ যদি লেজ দিয়ে আঘাত করে, তাতে মানুষ অজ্ঞান হয়ে যায় না বা সরাসরি জ্বরও আসে না। সাপের লেজ সম্পূর্ণ বিষমুক্ত এবং এটি তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করে।
advertisement
10/12
অনেক সময় সাপের কামড়ের পর জ্বর বা মাথাব্যথা দেখা যায়। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। সাপের কামড় অত্যন্ত ভয়ের অভিজ্ঞতা, যার মানসিক প্রভাব শরীরে পড়ে। ভয় ও মানসিক চাপের ফলে শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বেড়ে যায়, যা মাথাব্যথা বা কখনও কখনও জ্বরের কারণ হতে পারে।
advertisement
11/12
আবার, সাপের আঘাতে ত্বকে যদি কোনও কাটা বা আঁচড় লাগে, সেখান থেকে সংক্রমণ হতে পারে। তখন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে জ্বর তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে এই সংক্রমণ বিরল হলেও সম্ভব। আবার এমনও মানুষ আছেন, যাঁরা খুব সংবেদনশীল—অল্প আঘাত বা মানসিক চাপেই তাঁদের মাথাব্যথা বা জ্বর দেখা দিতে পারে। সাপের লেজের আঘাতে অনেক সময় ভয়ের কারণেই মানুষ অসুস্থ বোধ করেন।
advertisement
12/12
বেশিরভাগ মানুষ সাপকে ভয় পান, কারণ তারা বিষধর। কিন্তু এর আরেকটি দিকও আছে। মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমনই মানুষকে ভয় পায়। জোরে আওয়াজেও তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিপদের আশঙ্কা টের পেলে সাপ লেজ ব্যবহার করে শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে—এটাই তাদের স্বাভাবিক আত্মরক্ষার কৌশল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপের লেজে পা দিলে কী হয়? সত্যিই কি মৃত্যুর আশঙ্কা? অজানা তথ্য জানালেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল