TRENDING:

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

Last Updated:
Snake Facts: সাপ হল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী। এমন অনেক প্রজাতির সাপ রয়েছে, যাদের কামড় সোজা মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। যদিও অধিকাংশ সাপই বিষধর নয়, কিন্তু ভয় থেকেই বহু কুসংস্কার ও প্রশ্ন জন্ম নেয় — যেমন, সাপের তো কানই নেই, তবুও কি ভাবে সে বাঁশির সুরে নাচে?
advertisement
1/11
সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!
সাপ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের নিঃশব্দ গতিবিধি, বিষাক্ত ছোবল এবং রহস্যময় আচরণ হাজার বছর ধরে গল্প, কিংবদন্তি ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কিন্তু এমন একটি প্রশ্ন আছে যা প্রায় সবাই কখনও না কখনও ভেবেছেন — “সাপের তো কানই নেই, তাহলে কী ভাবে তারা বাঁশির সুরে নাচে?” (Representative image: AI) 
advertisement
2/11
বিশেষ করে নাগিন নাচ দেখলে এই প্রশ্নটা মনে আসেই। অনেকেই ধরে নেন সাপ হয়তো বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে নাচছে। কিন্তু বাস্তব বিজ্ঞান বলছে একেবারেই অন্য কথা। এই প্রতিবেদনে তুলে ধরা হল সেই চমকপ্রদ সত্য, যা শুনে আপনি অবাক হবেন, আর বুঝবেন, সাপের নাচ আসলে এক ধরণের প্রতিক্রিয়া — সুরে নয়, কম্পনে! (Representative image: AI) 
advertisement
3/11
সাপ হল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী। এমন অনেক প্রজাতির সাপ রয়েছে, যাদের কামড় সোজা মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। যদিও অধিকাংশ সাপই বিষধর নয়, কিন্তু ভয় থেকেই বহু কুসংস্কার ও প্রশ্ন জন্ম নেয় — যেমন, সাপের তো কানই নেই, তবুও কি ভাবে সে বাঁশির সুরে নাচে? (Representative image: AI) 
advertisement
4/11
বিশেষ করে নাগিন নাচ দেখলে এই প্রশ্নটা মনে আসেই। অনেকেই ধরে নেন সাপ হয়তো বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে নাচছে। কিন্তু বাস্তব বিজ্ঞান বলছে একেবারেই অন্য কথা। এই প্রতিবেদনে তুলে ধরা হল সেই চমকপ্রদ সত্য, যা শুনে আপনি অবাক হবেন, আর বুঝবেন, সাপের নাচ আসলে এক ধরণের প্রতিক্রিয়া — সুরে নয়, কম্পনে!
advertisement
5/11
এটা জানলে আপনি অবাক হবেন যে, সাপের কোনও বাহ্যিক কান নেই। অর্থাৎ, তারা মানুষের মতো শব্দ শুনতে পারে না। তাহলে প্রশ্ন আসে, সাপ কেমন করে শব্দ বুঝতে পারে? (Representative image: AI) 
advertisement
6/11
এই প্রশ্ন বহুদিন ধরেই মানুষের কৌতূহলের বিষয়। রাস্তার জাদুকরের বাঁশির সুরে সাপ যেন ছন্দে মাথা নাড়ায় — এটাকেই আমরা “নাচ” বলি। তবে এর পিছনে রয়েছে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। (Representative image: AI) 
advertisement
7/11
বাঁশির শব্দে সাপ "নাচে" না। আসলে, সাপ কোনও সুর শুনতে পায় না। তারা প্রতিক্রিয়া দেখায় এক বিশেষ অনুভূতির ভিত্তিতে। (Representative image: AI) 
advertisement
8/11
সাপের বিশেষত্ব হল, তারা মাটি বা পাত্রের মধ্যে সৃষ্ট কম্পন খুব স্পষ্টভাবে বুঝতে পারে। এই কম্পন তারা টের পায় তাদের চোয়াল ও হাড়ের মাধ্যমে। (Representative image: AI) 
advertisement
9/11
যখন জাদুকর বাঁশি বাজান, তখন সেই কম্পন মাটিতে ছড়িয়ে পড়ে। সাপ সেই কম্পন টের পায় এবং সেটার প্রতিক্রিয়ায় মাথা নাড়াতে থাকে। এই মাথা নাড়ানো দেখে আমাদের মনে হয় সে যেন নাচছে। (Representative image: AI) 
advertisement
10/11
তাছাড়া, সাপ মূলত জাদুকরের নড়াচড়ার দিকেই তাকিয়ে থাকে, বিশেষ করে বাঁশির গতিবিধি বা জাদুকরের দোলানো হাতের দিকে। এইভাবেই একটি "নাচ" বা সাড়া মনে হয়। (Representative image: AI) 
advertisement
11/11
সাপ কোনও সুরে নাচে না, বরং তারা কম্পন ও দৃষ্টিসম্পর্কিত সাড়া দেয়। এটা জেনে অবাক লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তব। (Representative image: AI) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল