শুধু জীবিত নয়, বর্ষায় মৃত সাপের গায়ে পা পড়লেও হতে পারে মৃত্যু...! কেন জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Bite: বর্ষায় সাপের কামড়ের ঘটনা বেড়ে যায় এবং প্রায়শই তার পরিণতি হয় মর্মান্তিক। কিন্তু অনেকেই জানেন না, শুধু জীবিত সাপ নয়, মৃত সাপও হয়ে উঠতে পারে প্রাণঘাতী।
advertisement
1/8

বর্ষাকাল মানেই প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে থাকে নানা বিপদও। তার মধ্যেই অন্যতম ভয়ঙ্কর এক নাম—সাপ। এই সময়ে সাপের কামড়ের ঘটনা বেড়ে যায় এবং প্রায়শই তার পরিণতি হয় মর্মান্তিক। কিন্তু অনেকেই জানেন না, শুধু জীবিত সাপ নয়, মৃত সাপও হয়ে উঠতে পারে প্রাণঘাতী। (Representative Image: AI)
advertisement
2/8
সাধারণ মানুষের মধ্যে সাপ সংক্রান্ত কিছু প্রচলিত ভুল ধারণাও রয়েছে, যা বিপদের সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই প্রতিবেদনে জানানো হচ্ছে, কীভাবে মৃত সাপও হতে পারে বিপজ্জনক এবং কীভাবে বুঝবেন সাপটি বিষধর কি না। (Representative Image: AI)
advertisement
3/8
বর্ষার মরশুমে প্রায়শই দেখা যায়, সাপ মানুষকে আক্রমণ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বহু খবর আসে, যেখানে দেখা যায়, সাপের কামড়ে মানুষের প্রাণহানি ঘটছে। (Representative Image: AI)
advertisement
4/8
কিন্তু খুব কম মানুষই জানেন যে জীবিত সাপের পাশাপাশি মৃত সাপও বিপজ্জনক হতে পারে। কেন এমনটা বলা হচ্ছে, তা জেনে নেওয়া যাক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অনেকের বিশ্বাস সাপের হাড়ে বিষ থাকে। কিন্তু এটি সত্যি নয়। (Representative Image: AI)
advertisement
5/8
বলা হয়, সাপের বিষ থাকে তার বিষগ্রন্থিতে (venom glands), যা সাপের মাথার কাছাকাছি অবস্থান করে। বলা হয়, যদি কেউ অসাবধানতাবশত মৃত সাপের দাঁতের উপর পা দেন, এবং তাতে বিষ থেকে যায়, তাহলে সেটিও বিপজ্জনক হয়ে উঠতে পারে। (Representative Image: AI)
advertisement
6/8
এমনও বলা হয় যে, সাপ মরে যাওয়ার পরেও তার শরীরে বিষ থেকে যায়, যা ত্বকের সংস্পর্শে এলে শরীরে প্রবেশ করতে পারে এবং এটি মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে। (Representative Image: AI)
advertisement
7/8
এছাড়া আরও বলা হয়, যদি সাপ কামড়ানোর পর দুটি দাঁতের দাগ দেখা যায়, তাহলে সাপটি অত্যন্ত বিষধর। অন্যদিকে, যদি দুইটির বেশি দাঁতের দাগ থাকে, তবে অনেক সময় তা বিষহীন সাপ হতে পারে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। (Representative Image: AI)
advertisement
8/8
রিপোর্ট অনুযায়ী আরও বলা হয়, সাপের মাংস পৃথিবীর অনেক দেশে খাওয়া হয়। এটি প্রমাণ করে যে, সাপের মাংস ও হাড়ে বিষ থাকে না। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শুধু জীবিত নয়, বর্ষায় মৃত সাপের গায়ে পা পড়লেও হতে পারে মৃত্যু...! কেন জানেন?