Poisonous Snakes Fact: এক ছোবলে শেষ ১২ প্রাণ! শরীরের যে অংশ স্পর্শ করে রাতারাতি পচন শুরু! উড়ে এসে মারে ছোবল! দেশের সবচেয়ে বিষাক্ত সাপটির নাম জানেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Poisonous Snakes Fact: রাসেল ভাইপার বা গোখরো সাগরে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। এটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ বলে মনে করা হয়। অনেকেই পাইথন ভাবেন এই সাপ দেখে, কারণ আকার এবং গায়ের রঙ অনেকটাই একইরকমের।
advertisement
1/8

*কোবরা অর্থাৎ গোখরো সাগরের সবচেয়ে বিপজ্জনক সাপ বলে মনে করা হয়। সময়মতো সাপের ছোবলের চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত বলে মনে করা হয়।
advertisement
2/8
*অজগরের মতো দেখতে রাসেল ভাইপার বা গোখরো সাগরে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। এটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ বলে মনে করা হয়। অনেকেই পাইথন ভাবেন এই সাপ দেখে, কারণ আকার এবং গায়ের রঙ অনেকটাই একইরকমের। বিষ নেই বলে অসতর্ক হয়ে যায় অনেকে, তারই যার খেসারত দিতে হয়।
advertisement
3/8
*ধামান প্রজাতির সাপ সাধারণত সাগরে পাওয়া যায়। কথিত রয়েছে, এই সাপের লেজে বিষ থাকে। এটি মানুষের কোনও অংশে প্রয়োগ করলে, সেই অংশ পচতে শুরু করে।
advertisement
4/8
*সাধারণ ক্রেইট সাপ বা শাঁখামুঠে কেবল রাতের বেলায় সক্রিয় থাকে। মানুষের ঘামের গন্ধ তার কাছে পৌঁছে গেলেই আক্রমণ করে। এরা একটানা ১২ জনের বেশি মানুষকে কামড়ানোর ক্ষমতা রাখে।
advertisement
5/8
*সমুদ্রে একটি উড়ন্ত সাপও পাওয়া যায়। এই ধরনের সাপ সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত দীর্ঘের হয়ে থাকে, যা অনেক সময় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে শিকার করে বা এক গাছ থেকে অন্য গাছে চলে যায়।
advertisement
6/8
*মাটিতে ঘুমানো ব্যক্তিকে মশারি ব্যবহার করতে হবে। রাতে টর্চ নিয়ে বাড়ি থেকে বেরতে হবে। বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা ছড়াবেন না। তবেই বর্ষা মৌসুমে সাপের হাত থেকে বাঁচতে পারবেন।
advertisement
7/8
*সাপের কামড়ে আক্রান্ত হলে কখনওই কুসংসারের মোহে জড়াবেন না, ওঝার কাছে না গিয়ে চিকিৎসকের কাছে যান। অবিলম্বে তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র বা জেলা হাসপাতালে ভর্তি করুন।
advertisement
8/8
*প্রাণিবিদ্যা বিশেষজ্ঞ ডঃ মনীশ জৈনের মতে, বুন্দেলখণ্ডে ৩০ প্রজাতির সাপ পাওয়া যায় এবং এগুলি বন্য ও পাথুরে অঞ্চলে পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poisonous Snakes Fact: এক ছোবলে শেষ ১২ প্রাণ! শরীরের যে অংশ স্পর্শ করে রাতারাতি পচন শুরু! উড়ে এসে মারে ছোবল! দেশের সবচেয়ে বিষাক্ত সাপটির নাম জানেন?