TRENDING:

Snake Prevention Tips: বর্ষায় বারবার ঘরে ঢুকছে সাপ! এই সস্তার জিনিসেই রয়েছে সমাধান, ধারেকাছে আর ঘেঁষবে না সাপ...

Last Updated:
Snake Prevention Tips: বর্ষাকালে সাপের উপদ্রব থেকে বাঁচতে চাইলে জানুন পুরনো দিনের প্রাকৃতিক টোটকা। অতি সস্তার এই তিন জিনিসের গন্ধে এখনও ভয় পায় সাপ। বাড়ির চারপাশে কিছু ছোট ব্যবস্থা নিলেই সাপ ঢুকতে পারবে না। বিস্তারিত জানুন...
advertisement
1/8
বর্ষায় বারবার ঘরে ঢুকছে সাপ! এই সস্তার জিনিসেই রয়েছে মুক্তি, ধারেকাছে আর ঘেঁষবে না সাপ
বর্ষার মরশুম এলেই সাপের উপদ্রব বাড়ে। বিশেষত গ্রামাঞ্চলে, প্রায় প্রতিদিনই সাপ বাড়ির আশেপাশে বা ভিতরে দেখা যায়। কারণ, সাপ সাধারণত আর্দ্র ও ঠান্ডা জায়গার খোঁজে বাইরে বেরোয় এবং ঘরকে তারা নিরাপদ আশ্রয় বলে মনে করে।
advertisement
2/8
সাপ এমন এক ভয়ানক প্রাণী, যাকে দেখলেই মানুষ ভয় পায়। কেউ কেউ আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি ডান্ডা দিয়ে মেরে ফেলে। কিন্তু পুরনো দিনের লোকেরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করতেন, যাতে সাপ মারা না পড়ে, আবার ঘরের লোকজনও নিরাপদে থাকে।
advertisement
3/8
এই পুরনো পদ্ধতিগুলি এখনও প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপায়ে সাপকে ঘরের বাইরে রাখতে সাহায্য করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। সাপ সাধারণত ঝোপঝাড়, পাথরের গাদা, কাঠের স্তূপ বা আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে।
advertisement
4/8
বাড়ির আশপাশে ঘাস ছোট করে কেটে রাখতে হবে, বড় ঝোপ এবং আগাছা সরিয়ে ফেলতে হবে, যাতে সাপের লুকানোর জায়গা না থাকে। এছাড়া বৃষ্টির জমা জল দ্রুত নিষ্কাশন করতে হবে, কারণ স্যাঁতসেঁতে জায়গা সাপকে আকৃষ্ট করে।
advertisement
5/8
পুরনো সময় থেকে কিছু জিনিস ব্যবহৃত হয়ে আসছে, যাদের গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। যেমন, রসুন ও পেঁয়াজ। আগে লোকেরা বাড়ির দরজার সামনে ও জানালার পাশে রসুন বা পেঁয়াজের কোয়া রাখতেন। সাপ তাড়াতে রসুন-পেঁয়াজের রসও স্প্রে করা যেতে পারে।
advertisement
6/8
সাপ তাড়াতে নিম পাতার তেতো স্বাদ ও গন্ধ খুব কার্যকর। বাড়ির চারপাশে বা সম্ভাব্য প্রবেশপথে নিমপাতা ছড়িয়ে দেওয়া হত। এখন আপনি নিমপাতা ফুটিয়ে তার জল ছিটিয়ে দিতে পারেন বা নিম অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া ফিটকিরির জল স্প্রে করুন বা টুকরো ফিটকিরি রাখুন যেসব জায়গা দিয়ে সাপ ঢুকতে পারে।
advertisement
7/8
তামাক এবং সর্গপন্ধা গাছের গন্ধও সাপ অপছন্দ করে। আগে এই গাছগুলো বাড়িতে লাগানো হত। আপনি চাইলে নাগদৌনা, গাঁদা ফুল, ক্যাকটাস ও স্নেক প্ল্যান্টের মতো গাছ লাগাতে পারেন। এগুলো দেখতে সুন্দরও লাগে এবং ঘরের সৌন্দর্যও বাড়ায়।
advertisement
8/8
গ্রাম্য বাড়িগুলির গঠনেও বিশেষ যত্ন নেওয়া হত যেন সাপ ভেতরে না ঢুকতে পারে। যেমন, দেওয়াল বা মাটির ভিতর থাকা ছোট ছোট ফাটল কাদা বা চুন দিয়ে বন্ধ করে দেওয়া হত। দরজার নিচের ফাঁক মসৃণ কাপড় বা কাঠের পাটিগ দিয়ে বন্ধ করা হত। জানালা ও ভেন্টিলেটরে জালি লাগানো হত। এইসব উপায় আজও কার্যকর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Prevention Tips: বর্ষায় বারবার ঘরে ঢুকছে সাপ! এই সস্তার জিনিসেই রয়েছে সমাধান, ধারেকাছে আর ঘেঁষবে না সাপ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল