Snake: ভারতের 'একমাত্র' সাপমুক্ত রাজ্য কোনটি...? একটিও সাপ নেই এই জায়গায়! 'নাম' শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Snake: ভারতের সবকটি রাজ্যের মধ্যেই কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি 'জায়গা' রয়েছে যেখানে একটিও সাপ নেই!
advertisement
1/12

ভারতের সবকটি রাজ্যের মধ্যেই কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই!
advertisement
2/12
ভারতে ৩৫০টিরও বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় এবং এই সংখ্যাটি প্রতি বছর বাড়ছে। Pugdundeesafaris-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতে পাওয়া সাপের মধ্যে মাত্র ১৭% বিষাক্ত।
advertisement
3/12
কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই।
advertisement
4/12
সাপের কামড়ে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কালাচ, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো নানা ধরণের সাপের কামড়ে প্রভূত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে থাকে এই দেশে। গ্রীষ্ম ও বর্ষায় এই মহা-চারের ভয়ে কাঁটা হয়ে থাকে গ্রামবাংলা।
advertisement
5/12
দেশের অন্যত্রও এই চার প্রজাতির নাগ-নাগিনের উপদ্রব চরম। তবে এদের থেকেও বিষাক্ত সাপ রয়েছে দেশে। শঙ্খচুড়, শাঁখামুটি এই ধরণের সাপের মধ্যে পরে।
advertisement
6/12
এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ইয়েলো বেলি সি স্নেকের আতঙ্ক। দিঘায় সমুদ্র সৈকতে সম্প্রতি এই সাপ দেখা গিয়েছে, যা মূলত আরব সাগরের প্রজাতি। বিশেষজ্ঞদের মতে এই সাপ এই মহা-চার সাপের থেকেও ভয়ঙ্কর।
advertisement
7/12
তবে সাপ নিয়ে এত আতঙ্ক থাকা সত্বেও জানলে অবাক হবেন যে এই দেশেই রয়েছে সাপ শূন্য রাজ্য। লাক্ষাদ্বীপ হল এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা ৩৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা প্রায় ৬৪০০০।
advertisement
8/12
মোট ৩২ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত লাক্ষাদ্বীপের জনসংখ্যার ৯৬% মুসলিম ধর্মাবলম্বী। এছাড়াও হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করেন।তবে সাপ নিয়ে এত আতঙ্ক থাকা সত্বেও জানলে অবাক হবেন যে এই দেশেই রয়েছে সাপ শূন্য রাজ্য।
advertisement
9/12
লাক্ষাদ্বীপ হল এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা ৩৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা প্রায় ৬৪০০০। মোট ৩২ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত লাক্ষাদ্বীপের জনসংখ্যার ৯৬% মুসলিম ধর্মাবলম্বী। এছাড়াও হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করেন।
advertisement
10/12
যদিও লাক্ষাদ্বীপে ৩৬টি দ্বীপ রয়েছে, তার মধ্যে মাত্র ১০টিতে মানুষ বসবাস করে। এর মধ্যে রয়েছে কাভারত্তি, আগত্তি, আমিনি, কদমত, কিলাতান, চেতলাট, বিত্রা, আন্দোহ, কালাপানি এবং মিনিকয় দ্বীপ। মজার বিষয় হল এই দ্বীপগুলির বেশ কয়েকটিতে ১০০ জনেরও কম মানুষ বসবাস করেন।
advertisement
11/12
আরেকটি বিষয় লাক্ষাদ্বীপকে বিশেষ করে তোলে। এটি দেশের একমাত্র রাজ্য যেখানে সাপ দেখতে পাওয়া যায় না। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে লাক্ষাদ্বীপ একটি সাপ মুক্ত রাজ্য। তবে শুধু সাপ নয়, এখানে কুকুরও দেখতে পাওয়া যায় না। রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপ প্রশাসন।
advertisement
12/12
লাক্ষাদ্বীপে আগত পর্যটকদেরও কুকুর নিয়ে যেতে দেওয়া হয় না। সাপ বা কুকুর না থাকলেও কাকের মতো পাখি এখানে প্রচুর সংখ্যায় পাওয়া যায়, বেশিরভাগই পিট্টি দ্বীপে, যেখানে একটি অভয়ারণ্যও রয়েছে। আরেকটি বিষয় লাক্ষাদ্বীপকে অন্যদের থেকে পৃথক করে তোলে। বিপন্ন এই দ্বীপে সিরেনিয়া বা 'সি কাউ' দেখতে পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: ভারতের 'একমাত্র' সাপমুক্ত রাজ্য কোনটি...? একটিও সাপ নেই এই জায়গায়! 'নাম' শুনলে চমকে যাবেন!