TRENDING:

Snake: বিষধর হোক বা নির্বিষ, সব সাপের খোলসের রঙ একই! কারণটা অবাক করবেই

Last Updated:
ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীর গায়ের রং দেখলে মাঝে মাঝে মুগ্ধ হয়। কিন্তু সব সাপের খোলসই সাদা হয়।
advertisement
1/6
বিষধর হোক বা নির্বিষ, সব সাপের খোলসের রঙ একই! কারণটা অবাক করবেই
বিশ্বে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। আবার সাদা, কালো, সবুজ, সাদা-কালো ডোরাকাটা, বিভিন্ন ধরনের রঙের সাপও রয়েছে।
advertisement
2/6
ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীর গায়ের রং দেখলে মাঝে মাঝে মুগ্ধ হয়। কিন্তু সাপের খোলস বরাবরই সাদা হয়।
advertisement
3/6
আসলে সাপের ত্বকের তার ভিতরের স্থির ত্বকে থাকে। অর্থাত্‍ সাপের একেবারে উপরের ত্বক নয় যেটি। সাপের আসল উজ্জ্বল রংয়ের উপরে যে আঁশ থাকে তা সাধারণত স্বচ্ছ হয়।
advertisement
4/6
যা সাপের খোলস হিসেবে সাপ কিছু সময় পর পর ফেলে দেয়। তবে কখনও কখনও সাপের খোলসেও রঙ দেখা যায়।
advertisement
5/6
কিং কোবরা বছরে প্রায় পাঁচবার খোলস ত‍্যাগ করে। সাপ কতবার খোলস ত‍্যাগ করবে তা সাপের বয়স, প্রজাতি-সহ অন‍্যান‍্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
6/6
বয়সের সঙ্গে সাপের দেহ লম্বা হয়। কিন্তু উপরের ত্বকটি ততটা বাড়ে না। আবার অনেক পরজীবী থেকে মুক্তি পাওয়ার জন‍্যও সাপ খোলস ত‍্যাগ করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: বিষধর হোক বা নির্বিষ, সব সাপের খোলসের রঙ একই! কারণটা অবাক করবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল