১৫০ কেজির সাপ! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই 'অজগর জুটি'? তার পর যা হল...!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Snake in Love: দুপুরবেলা দুটি ১৫ ফুট লম্বা সাপকে দেখে আতঙ্কে অস্থির গ্রামের মানুষ। এত বড় অজগর ক্ষেতে শুয়ে থাকলে বাড়ির বাইরে যেতে পারছিলেন না কেউ...তার পর?
advertisement
1/8

জাঁকিয়ে শীত পড়েছে। গর্তে থাকা বিড়ম্বনা। যতই হাইবারনেশনের সময় হোক, শীতের দুপুরে এই অজগর যুগলের রোজকার রুটিন ছিল আলাদাই! রোদ পোহাতে । গা এলিয়ে রোদের তাপ মেখে নিত সারা শরীরে!<span style="background-color: var(--global--color-background); color: var(--global--color-primary); font-family: var(--global--font-secondary); font-size: var(--global--font-size-base);"> </span>
advertisement
2/8
এদিকে বিশাল চেহারার দু'খানা অজগরকে ওই ভাবে দেখে গ্রামের মানুষের আত্মারাম খাঁচাছাড়া! ঘর থেকে ভয়ে বের হতেই পারছিলেন না স্থানীয়রা। কিন্তু এভাবে ক'দিন চলে! রোজই যে অজগর জুটি রোদকেলি করতে আসে একই জায়গায়! এর পর যা হল...ভাবতেও পারছেন না।
advertisement
3/8
উত্তর প্রদেশের বিজনোর জেলার নওয়াদা গ্রামের ঘটনা। কৃষকের জমিতে একটা টানেলের মধ্যেই এসে শুয়ে থাকত সাপদুটি। ১৫ ফুট করে লম্বা পাইথন প্রজাতির এই অজগরদুটি, এমনই জানিয়েছে বন দফতর।
advertisement
4/8
কৃষকরা অজগরগুলো দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। অজগরগুলোর উপস্থিতিতে গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অজগরগুলো দুপুরের রোদ পোহাতে টানেল থেকে বের হয়ে আসত। জমির মালিক ও গ্রামের প্রধান বন বিভাগে অভিযোগ দায়ের করেন, তারপরই উদ্ধার অভিযান শুরু হয়।
advertisement
5/8
উদ্ধার অভিযান: ২ ঘণ্টার চেষ্টার পর... উদ্ধার অভিযানের সময়, বন বিভাগের দল একটি জেসিবি মেশিনের সাহায্যে গর্ত খোঁড়ে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর দুই অজগরকে নিরাপদে বের করে আনা হয়।
advertisement
6/8
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো রক পাইথন প্রজাতির অজগর, যেগুলো শীতকালীন হাইবারনেশানের বা শীতঘুমের জন্যই ওই খেতে আশ্রয় নিয়েছিল।
advertisement
7/8
উদ্ধারের পরে, দুই অজগরকে বিজনোর জেলার রিজার্ভড ফরেস্ট এরিয়া রামপুর ঠাকরা অঞ্চলে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, এত বড় এবং ভারী অজগর উদ্ধারের কাজ সহজ ছিল না, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।
advertisement
8/8
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষ এটি দেখে যেমন হতবাক হচ্ছে, তেমনি বন বিভাগের দলের সাহস এবং কাজের প্রশংসাও করছে। গ্রামবাসীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তাঁদের জমি ও গ্রাম এখন নিরাপদ। (প্রতিবেদন: পিয়ূষ শর্মা)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
১৫০ কেজির সাপ! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই 'অজগর জুটি'? তার পর যা হল...!