Viral: ট্যাঙ্কির ঢাকনা খুলে দেখতেই হাড়হিম! গিজগিজ করছে ৭০ টিরও বেশি...আরাম আয়েশে সংসার পেতেছে কারা? ভাইরাল ঘটনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral: ট্যাঙ্কে অজান্তেই বাসা বাঁধতে পারে কোনও প্রাণী। সম্প্রতি তেমনই একটি শিউরে ওঠা ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে।
advertisement
1/6

জলের ট‍্যাঙ্কই হোক বা টয়লেটের ট‍্যাঙ্ক, ঢাকনা রোজ রোজ খুলে দেখা হয় না। জলের ট‍্যাঙ্ক পরিষ্কার করাও হয় অনেক দিন অন্তর। ফলে জলের ট‍্যাঙ্কে অজান্তেই বাসা বাঁধতে পারে কোনও প্রাণী। সম্প্রতি তেমনই একটি শিউরে ওঠা ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে।
advertisement
2/6
উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলা একটি বাড়ির টয়লেটের ট‍্যাঙ্কিতে দেখা গেল এমন কিছু জিনিস, যা দেখেই শিউরে ওঠার জোগাড়।
advertisement
3/6
বিরেন্দ্র গুপ্তা নামক এক ব‍্যাক্তির বাড়ির টয়লেটের ট‍্যাঙ্কে জল জমা ছিল অনেকদিন ধরে। এই অন্ধকার, শান্ত এবং স্যাঁতসেঁতে পরিবেশ বাসা বাঁধে ভয়ঙ্কর সাপ। Photo- Representative
advertisement
4/6
টয়লেটের ট‍্যাঙ্কিতে এক, দুই নয়, ডেরা বেধেঁছে ৭০ টিরও বেশি সাপ। বাড়ির টয়লেটের ট‍্যাঙ্কির ভেতরেই যে নিশ্চিন্তে ঘর বেঁধেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি গোটা পরিবার।
advertisement
5/6
রবিবার বাড়ি পরিষ্কার করার জন্য কিছু স্থানীয় কর্মচারী ওই বাড়িতে পৌঁছায়। এরপর টয়লেটের ট‍্যাঙ্কির ঢাকা খুলতেই দেখা যায় ভেতরে গিজগিজ করছে সাপ।
advertisement
6/6
ভয়ে কাঁপতে কাঁপতেই বনবিভাগকে খবর দেয় ওই পরিবার। সাহসী পদক্ষেপ নিয়ে এক ব‍্যক্তি মশারি নিয়ে নামেন ওই ট‍্যাঙ্কে। সঠিক উপায়ে ধরে আনেন প্রায় ৭০ টি সাপ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral: ট্যাঙ্কির ঢাকনা খুলে দেখতেই হাড়হিম! গিজগিজ করছে ৭০ টিরও বেশি...আরাম আয়েশে সংসার পেতেছে কারা? ভাইরাল ঘটনা