Indian Cobra vs King Cobra: কোবরা এবং কিং কোবরার মধ্যে পার্থক্য জানেন কী? কার বিষে একসঙ্গে মৃত্যু হতে পারে ২০ জনের!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Indian Cobra vs King Cobra: কোবরা এবং কিং কোবরা, দুই ধরনের সাপের নাম কমবেশি সবাই শুনেছে, কিন্তু কোন সাপকে বলে কোবরা, আর কাকে বলে কিং কোবরা জানেন কী?
advertisement
1/12

বর্ষাকাল এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রাম গঞ্জে তো বটেই, অনেক সময় শহরাঞ্চলেও সাক্ষাত্ পাওয়া যায় সাপের। এই ভয়ঙ্কর সুন্দর প্রাণী সম্পর্কে অনেক তথ্যই বেশিরভাগ সকলের অজানা।
advertisement
2/12
কোবরা এবং কিং কোবরা, দুই ধরনের সাপের নাম কমবেশি সবাই শুনেছে, কিন্তু কোন সাপকে বলে কোবরা, আর কাকে বলে কিং কোবরা জানেন কী? কোবরা আর কিং কোবরা কি একই সাপের নাম নাকি আলাদা দুই প্রজাতি?
advertisement
3/12
দুই বিষাক্ত, ভয়ঙ্কর সাপ সম্পর্কে অনেকের মনেই এই সাধারণ প্রশ্নগুলি ঘোরাফেরা করে। এই প্রতিবেদনে রইল কোবরা নিয়ে এই চেনা জিজ্ঞসার উত্তর।
advertisement
4/12
কোবরা আর কিং কোবরা কিন্তু মোটেই এক নয়। দুই জাতের সাপের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আকার, আকৃতি থেকে শিকারের ধরন, পার্থক্য রয়েছে সবেতেই।
advertisement
5/12
সরীসৃপ বিশেষজ্ঞদের মতে, কোবরার চেয়ে কিং কোবরা আকারে বড় হয়। কোবরা ৬ থেকে ৭ ফুট এবং কিং কোবরা প্রায় ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
advertisement
6/12
খাবারের ক্ষেত্রেও ভারতীয় কোবরা এবং কিং কোবরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভারতীয় কোবরার প্রধান খাদ্য ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, পাখি ইত্যাদি। আবার কিং কোবরা অন্য প্রাণীর পাশাপাশি সাপের শিকারও করে।
advertisement
7/12
সরীসৃপ বিশেষজ্ঞরা বলছেন, কিং কোবরা নামের পেছনের কারণ হল এর খাবার। যেহেতু এটি ছোট-বড় কোবরা সাপকে গিলে খায় তাই এর নামকরণ করা হয়েছে 'কিং'। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা হলুদ, সবুজ, বাদামী বা কালো রঙের হয়
advertisement
8/12
এদের শরীরে সাধারণত হলুদ বা সাদা ডোরা থাকে। কোবরা এবং কিং কোবরার গায়ের রঙে মিল রয়েছে। ভারতীয় কোবরা কালো, বাদামী, হলুদ বা সাদা রঙের হয়। এদের ফনায় ইংরেজি অক্ষর ‘V’-এর মতো চিহ্ণ থাকে।
advertisement
9/12
কিং কোবরার মারাত্মক দাঁত প্রায় ০.৫ ইঞ্চি(৮ থেকে ১০ মিলিমিটার) লম্বা হয়। কিং কোবরা হল একমাত্র প্রজাতির সাপ যে তার বসবাসের জন্য বাসা তৈরি করে এবং তাতে ডিম পাড়ে।
advertisement
10/12
কিং কোবরা এবং ইন্ডিয়ান কোবরার গড় বয়সও প্রায় সমান। দুই প্রজাতির সাপই প্রায় ১৮ থেকে ২০ বছর বেঁচে থাকে। কিং কোবরার চোখ এতটাই তীক্ষ্ণ যে এটি ৯০ মিটার দূর থেকেও শিকার দেখতে পায়।
advertisement
11/12
ভারতে প্রধানত চার প্রজাতির কোবরা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্পেকট্যাক্লড কোবরা, মনোপ্লয়েড কোবরা, সেন্ট্রাল এশিয়ান কোবরা এবং আন্দামান কোবরা। অন্যদিকে, আমরা যদি কিং কোবরা সম্পর্কে কথা বলি তবে এটি প্রধানত পশ্চিমঘাট, পূর্ব ঘাট, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব অঞ্চলে পাওয়া যায়।
advertisement
12/12
কোবরা এবং কিং কোবরা উভয়ই অত্যন্ত বিষাক্ত প্রকৃতির সাপ। কিং কোবরা এক সঙ্গে এত বেশি বিষ ছড়ায় যে এটি প্রায় ২০ জনকে মৃত্যুর কারণ হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Cobra vs King Cobra: কোবরা এবং কিং কোবরার মধ্যে পার্থক্য জানেন কী? কার বিষে একসঙ্গে মৃত্যু হতে পারে ২০ জনের!